Saturday, December 1, 2018

আরিয়ান প্রিয়স(পাল)



কবিতা -
আন্তর্জাতিক

 আমরা ওপরের চরিত্র দেখে অভ্যস্ত। সত্যি,
সেও সম্পর্ক অস্বীকার করে,প্রতিশ্রুতি রেখে
ঘরের দেওয়ালে সহসা মিশে থাকে স্মৃতিপট,
এক একটা বিরহ জবাব খোঁজে প্রশ্নের তারিখে ।।

তাদের ভাষাগুলো ঠাওর করেনি মুক্ত বাতাস
জানলার কাচে কুয়াশা মাখানো অদ্ভূত সংকেতি,
দফতরে বিক্ষোভ জমেছে রোজের মতো
কে বোঝাবে অভিনেতা অভিনয়ের মানে কি?

আগুন,সেও আজ বাছবিচারী।জায়গা মেপে দেখে
জন্মান্তর শেষে ফেলে রাখে ছাইরাশি।অভিযুক্ত আলপিন
সমস্ত বিষয় নখদর্পনে রাখে।অযথা বিলম্ব না-করে
আবার ফিরে আসে শৈত্য পসরা নেওয়ার দিন ।।

তবুও কথায় মিশবে প্রলাপ।সেটুকু সামলে নিও
আঘাতের মৃত্যু হলে,সে-কদিন কবিতার ছুটি দিও।

অভিজিৎ দাসকর্মকার



কবিতা -

            বিশ্বাস

        বিনামূল্যে কুড়িয়ে নিলাম 
                নিরক্ষর চাঁদের
                 ফেলে যাওয়া
                       ঘাম
                     রুমাল 
               ফাঁকা রিফিল
  আজও বসে থাকা কৃষ্ণচূড়া গাছটির ছায়ায়
   বিনিদ্র রাত যাপনের অব্যক্ত কথাদের
            হাতছানি বেলা গুলো

    পুরাতন বইয়ের জৌলুস খুলে 
             গোলাপের আস্তরণ বেরিয়ে আসে

        কঙ্কালসার শরীরে ধূসর রং লেগে
শিরায় শিরায় বিশ্বাস লুকানো।