ছড়া-
ভূত ধরার ফাঁদ
বিদ্ঘুটে এক হাসি শুনে
চমকে উঠে খুড়ো
ভূতটি ধরার ফাঁদ পেতেছে
টোপ ইলিশের মুড়ো।
মদন বাগ খুড়োর কথায়
ঘাপটি মেরে রাতে
ঠিক তো বটে রাত একটা
পলকা ছায়ার সাথে
ভূতের ছানা নামলো যে ঐ
ঝুরি বটের গাছে
মাথা খুলে ডিগবাজি খায়
দু 'পা তুলে নাচে।
খিদে যখন চাগিয়ে ওঠে
খেতে ইলিশ মাথা
জানতো না কেউ ভূত ধরার যে
ফাঁদটি আছে পাতা।
ভূত জড়িয়ে খুড়োর জালে
জোরসে মারে টান
ভূতের সাথে উড়ছে খুড়ো
হারিয়ে নিজের জ্ঞান।
দারুণ
ReplyDelete