Monday, January 14, 2019

অভিলাষা দাশগুপ্ত আদক



ছড়া -
শাঁকচুন্নির নাচ

ভুতের আমি, ভুতের তুমি, ভুতের নামাবলী,
অদ্ভুতুড়ে কান্ড যত, শোনো তোমায় বলি
দিনদুপুরে তালপুকুরে ধরতে গেছি মাছ,
হঠাৎ দেখি নিজের চোখেশাঁকচুন্নির নাচ
বলবো কি ভাই, সে কি নাচ, সে কি মুদ্রা তার,
ঘাড় হেলিয়ে, হাত ঘুরিয়ে, নাচছে চমৎকার
কঙ্কালসার হাওয়ার শরীর নাচের নেশায় মেতে,
এদিক ওদিক হেলেদুলে দুলছে হাওয়ার সাথে
ঝিঁঝিঁ পোকা গান ধরেছে ব্যাঙ বাবাজির সাথে,
ঝরাপাতার খড়খড়ানি সঙ্গত দেয় তাতে
শালিকপাখী, কাঠঠোকরা, দেখছে অবাক হয়ে,
পিঁপড়ে, পোকা, কাঠবেড়ালি, শিঁটিয়ে আছে ভয়ে
ডান্স বাংলা ডান্সএ যাবে নাকিজলসা-
প্রাণপনে তাই তালিম নেওয়া, অটল ভরসায়
নাচের শেষে যেই না আমি হাতে দিলাম তালি,
কোথায় বা কি, ভুতের ফাঁকি, মঞ্চ পুরো খালি
ভালো করে নজর করি কলাগাছের পাতায়,
তালপুকুরের জলের আলো ঝিকমিকিয়ে কাঁপায়
একলা বসে ঘুমের ঘোরে সবই দেখার ভুল,
ভুতের দেখাপাস্ট টেন্স’-এই, আর হবে না ভুল।।

No comments:

Post a Comment