ছড়া -
ভূতের খপ্পরে মলি মালাকার
মলি মালাকার
বড় জ্বালা তার
ন্যাড়া ভূত এসে
সুড়সুড়ি ঠেসে
ডাকে বারবার।
মলি নেড়ে কান
বলে ওঝা আন
খেয়ে সুড়সুড়ি
ফেটে যাবে ভুঁড়ি
উড়ে যাবে প্রাণ।
ওঝা এসে বলে
ভূতদের দলে
এই নেড়া ভূত
বড় অদ্ভুত
কলা কৌশলে।
দিয়ে ঝাঁটা লাঠি
করে ফাটাফাটি
ওকে তাড়াবই
আজ হারাবই
এই কথা খাঁটি।
দিতে থাকে মার
ওঝা বারবার
তবু ভূত-বাবু
হয় নাতো কাবু
ওঝা মানে হার।
মলি মালাকার
বড় জ্বালা তার
নেড়া পাজি ভূত
মামদোর পুত
দিচ্ছে না ছাড়!
দারুণ
ReplyDelete