ছড়া -
ভূত -
কালু মস্তান
টিউশন পড়ে বাঁশ তলা দিয়ে
বাড়ি ফিরি সাঁঝবেলা
সেদিন আমার পথ আটকাল
একটা ভূতের চেলা।
বলে সে আমাকে এই পথ ছাড়া
আর পথ নেই নাকি
জানিস না এই বাঁশের ঝাড়েতে
আমরা ভূতেরা থাকি।
ওপাড়ার কালু মস্তান মারা
গিয়েছে যে গতসাল
মরে ভূত হয়ে মস্তানি করে
ভূত পোষে একপাল।
তার কাছে ধরে নিয়ে গিয়ে বলে
এই সে বিচ্ছু ছেলে
একে গাছে তুলে মগডাল থেকে
দাও দেখি নীচে ফেলে।
ভূত হতে পারে কালু মস্তান
তবু আছে বোধ জ্ঞান
বলে এ পড়ুয়া একে কোনদিন
করবি না হয়রান।
আমরা তাদের করব না ক্ষতি
যারা লেখাপড়া করে
আমরা কেবল দুষ্টু লোকের
মটকাব ঘাড় ধরে।
ভালো
ReplyDelete