কবিতা -
বিশ্বাস
বিনামূল্যে কুড়িয়ে নিলাম
নিরক্ষর
চাঁদের
ফেলে
যাওয়া
ঘাম
রুমাল
ফাঁকা
রিফিল
আজও বসে
থাকা কৃষ্ণচূড়া গাছটির ছায়ায়
বিনিদ্র
রাত যাপনের অব্যক্ত কথাদের
হাতছানি বেলা গুলো
পুরাতন বইয়ের জৌলুস খুলে
গোলাপের আস্তরণ বেরিয়ে আসে
কঙ্কালসার শরীরে ধূসর রং লেগে
শিরায় শিরায় বিশ্বাস লুকানো।
ভালো
ReplyDelete