Saturday, December 1, 2018

সন্দীপ ভট্টাচার্য



কবিতা –
দায়ী

 এই আমার সাথে পায়ে পায়ে,শ্বাসে নিঃশ্বাসে চলা
হৈমন্তী হিমেল হাওয়ারা সাক্ষী
অস্তিত্ব জুড়ে যে নীল আরও নীল আকাশ
তার গভীর পরতে পরতে আদতে ক্ষুধার্ত মরুভূমি
যে সোনাঝুড়ি দেখো তুমি
থিরথির কাঁপা কাঁপা সবুজ ঘন সবুজ পাতায়
লাল মাটি জানে তার কুটন কাটার  ইতিহাস
তুমি যদি না দেখতে পাও
কি  পুড়ার  জ্বালা বুকে নিয়ে
জোনাকিরা রাত জাগে তারাদের সাথে
তবে শিশির ভেজা রাতের শেষে
কান পেতে শুনো বরফ পীড়িত পাহাড়ের নিঃশ্বাস
তারও পরে যদি তোমার
আদুরে রাতের সুগন্ধি পোশাকে
গলে গলে ঝরে শুধুই বন্য চুমুর লালা
তুমি কি কেবল আমাকে দায়ী করবে ঝিলমিল

1 comment: