Saturday, December 1, 2018

সুকান্ত কর্মকার



কবিতা -



অশরীরী প্রেম

গভীর নিশুতিরাতের একফালি চাঁদের আলো
  বিছানায় সৌরভের গায়ের ওপর খেলা করে,
  সর্পিল ভঙ্গিমায়....
  নাকে ভেসে আসে চেনা পারফিউমের মিষ্টি গন্ধ,
  ঠোঁটের ওপর আলতো চাপ,
  এলিয়ে পরা চুলের রাশি সৌরভের বুকের ওপর
  হেসে গড়িয়ে পরে, শ্যাম্পুর গন্ধটা অজানা নয়...
  উষ্ণ নিশ্বাসে সলজ্জ মায়াবী আহ্বান.....
  কানের কাছে কারুর ফিস ফিসে কথা
  'ভালোবাসো, আদরে তৃপ্ত করো' ---
  নরম হাতের শীতল স্পর্শে যেন কামনার আকুতি ;
  বরুণার বুকের ভালোবাসার গন্ধটা সৌরভের খুব চেনা !
  শরীরের ভিতর উথাল - পাতাল ঢেউ,
  শিরায় শিরায় উদ্দীপনা মনের আকাঙখাকে জাগাতে চায়,
  বলিষ্ঠ পেশীর আস্ফালন রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে
  থেমে যায়, বরুণার মুখে তৃপ্তির বাঁকা হাসি,
  চপচপে ঘাম সৌরভের গা বেয়ে গড়িয়ে পড়ে.....
  আচমকা ঘুম ভেঙে যায় সৌরভের,
  দক্ষিণের জানলায় বরুণার প্রিয় পর্দাটা তখনো দুলছে,
  চেনা পারফিউমের গন্ধটা বিছানার আশেপাশে ছড়িয়ে আছে....
  দূরে কোথাও রাতপেঁচা ডেকে উঠে রাতের নিরাবতাকে
  খান খান করে উড়ে যায়....
  সৌরভের চোখ পড়ে যায় দেওয়ালে,
  বরুণার রঙিন ছবিটা, আগের মতোই হাস্যময়ী,
  রজনীগন্ধার মালাটা এখনো পুরোপুরি শুকিয়ে যায় নি...

3 comments: