Saturday, December 1, 2018

কৌশিক দে



কবিতা –



  মধ্যরাত

অসীম তিমিরের জঠর চিঁড়ে
          জন্ম নেয় ব্যাকুল পান্থ - উদ্ভ্রান্ত
          শিশুমন ঘুরে বেড়ায় নিশ্চল রাতে
          গায়ে মাখা অবৈধ তকমার সাথে

ওদিকে পুলিশের হুইসেলগমকলের
          যাতনায় পিষে বেড়ানো রক্তের ঘাম
          হাত পেতে নেওয়া উচ্ছিষ্ট অর্থ
          আর, লোমকূপের হাজার উপচে পরা
                                    ভৎসনার গর্ত

এবার চলে মাল্যদানজ্ঞানীগুণীর ,
          হঠাৎ ভারি চশমার আড়ে পাতা
          বহুকালের কুন্ঠিত অসহায় নেশা
         মধ্যরাতের শরীরে ভিখারির পেটগুলোকে বলে
                                          তুমি বেশ্যা

2 comments: