কবিতা –
মধ্যরাত
অসীম তিমিরের জঠর চিঁড়ে
জন্ম নেয় ব্যাকুল পান্থ - উদ্ভ্রান্ত
শিশুমন ঘুরে বেড়ায় নিশ্চল রাতে
গায়ে মাখা অবৈধ তকমার সাথে ।
ওদিকে পুলিশের হুইসেল ― গমকলের
যাতনায় পিষে বেড়ানো রক্তের ঘাম
হাত পেতে নেওয়া উচ্ছিষ্ট অর্থ
আর,
লোমকূপের হাজার উপচে পরা
ভৎসনার গর্ত ।
এবার চলে মাল্যদান ― জ্ঞানীগুণীর
,
হঠাৎ ভারি চশমার আড়ে পাতা
বহুকালের কুন্ঠিত অসহায় নেশা
মধ্যরাতের শরীরে ভিখারির পেটগুলোকে বলে
তুমি বেশ্যা ।
This comment has been removed by the author.
ReplyDeleteসেরা
ReplyDelete