কবিতা-
আঁচল
তোমার
লাল আঁচলের প্রেমে পড়ি না আর।
লাল
বলতে শুধু গাঢ় রক্ত কেই বুঝি।
রাতদুপুরে
আতঙ্কে ঘুম হয় না!
ভয়ের
শিকলে বাঁধা দুপা।
শহরজুড়ে
খুনে মানসিকতা।
রক্ত
গরম হয়ে যেন ফুটছে।
তীক্ষ্ণ
তরবারির পদানত জনপথ!
কারচুপিতে
প্রতিবাদের ভাষাও নীরব।
আগুন
জ্বলেনা আর যুবাদের হাড়ে!
দিকে
দিকে উগ্রবাদ ছোটে।
রক্তে
রঞ্জিত মেঠো ভূমি অবশেষে!
উগ্রতা
গ্রাস করেছে জন্ম থেকে মৃত্যু।
সারি
সারি মৃতদেহের ভীড়ের মিছিলে,
অশ্রু
জল মিশেছে বিষবাষ্পে।
আঁচলের
অন্তরালে তবুও যদি জানতে চাও,
ভালোবাসা
কাকে বলে?
প্রশ্ন
করো ওদের কাছে,
দুমুঠো
খাবার জোটেনা যাদের পাতে!
প্রত্যুত্তরে
ভালোবাসা না পেলেও
জীবনের
সংজ্ঞা খুঁজে পাবে সহজেই।
বাহ
ReplyDelete