Monday, September 24, 2018

শুভাশিস দাশ



ছড়া - 
হারুর সাজা !
 শুভাশিস দাশ 
 
হ্যাচ্চো দিতে বাহ্য করে
জিরান পুরের হারু
মাঠে নাকি জল লাগেনা
ভর্তি থাকে গারু !
নির্মল গাঁ  সবাই জানে
বাহ্য মাঠে মানা
এসব কথা হারুর নাকি
নেই তো রে ভাই জানা !
তাই প্রতিদিন প্রভাত বেলা
ময়দানে যায় হারু
শোনে না সে এক্কেবারে
বাধা নিষেধ কারও !
একদিন কি হলো জানো
ময়দানেতে ভোরে
চেঁচায় হারু গেলো রে প্রাণ
বাঁচাও আছিস  কেরে !
দৌড়ে গিয়ে সবাই দেখে
একটি বড় শেয়াল
হারুর পিছন কামড়ে ধরে
জোর গাইছে খেয়াল !
সেদিন থেকে হারুমশাই গেল এটা বুঝে
কাজ নেই আর এবার থেকে ঝোপজঙ্গল খুঁজে ৷
বাহ্য সারতে হারু এবার শৌচালয়ে গেল
ওদের গাঁ-ও এবার সঠিক নির্মলতা পেল ৷
--------------------------------------
 
দিনহাটা, কোচবিহার

4 comments: