Monday, September 24, 2018

গৌতম চট্টোপাধ্যায়



কবিতা -
ভুলোবাবু
গৌতম চট্টোপাধ্যায়

ভাগলপুরের ভুলোবাবু,
হঠাৎ এলেন ঘরে...
মাথা নিচু তাড়াতাড়ি,
শুলেন ধপাস্ করে।

চোখ ছলছল, ঠোঁট ফুলেছে,
সিলিং পানে চায়...
অভিমানী ভুলোবাবু,
কিছু বলার অপেক্ষায়।

কাছে যেতেই হাতটি ধরে,
বসালেন তার পাশে...
“গিন্নী আজও বকেছে আমায়,
নিজেরই বুদ্ধি হ্রাসে।”

ছুটির দিনে সকালবেলায়,
বাজার গেছেন বাবু...
বন্ধু প্রীতি খোশমেজাজি,
গল্পজ্বরেই কাবু।

“কি বলেছিল আনতে আমায়,
তাই তো গেছি ভুলে...
চটক বুদ্ধি খেললো মাথায়,
এলাম বাড়ি চলে।
দুটো জিনিস বলেছিল সে,
আমিও নিলাম সেটাই...
ছন্দ মিলিয়ে এই কারবার,
বকার কারণ এটাই।”

গিন্নী বলে, “এই বয়সেও বুদ্ধি তোমার,
বলেছি চা আর চিড়ে...
তুমি এনেছো চিনি দানা,
আর সঙ্গে কালো জিরে!
মনটা তোমার থাকে কোথায়?
শুধু হাওয়া ভাসা খেলা...
বাপের বাড়ি যাচ্ছি চলে,
বুঝবে এবার ঠ্যালা।”

আমি বলি, “রাগছো কেন?
এইতো মাত্র দু’টা...
এক্ষুনি আবার আনছি দাড়াও,
কমবে রাগের ছটা।”

--“এই অছিলায় বাইরে যাবে,
তোমার ফন্দি জানি...
কুড়িটা বছর এই ভাবেতেই,
জ্বালিয়েছ সময় খানি।”

হাপুস নয়নে কাঁদছেন উনি,
বলবো কি যে আর...
বাজার গেলে এবার থেকে,
ভুলোনা খরবরদার!

ভাবি বসে মনে মনে,
সব শ্রম যাবে জলে...
যদি তিনি কোন একদিন,
শ্বাস নিতেই যান ভুলে!

উঠে দাঁড়ালেন ভুলোবাবু,
“এবার আমি আসি...
যাওয়ার পথে গোলাপ নেব,
ওকে বড়ই ভালোবাসি।।”
---------------------------------------
কলকাতা

2 comments: