কবিতা -
আমি মন্ত্রী হবো
কবিতা ভট্টাচার্য
মন্ত্রী হবার ইচ্ছা হল
রামচন্দ্র কয়ালের
মানুষটা সে বড্ড ভালো
থাকতে চায় সে আড়ালে
হঠাৎ সেদিন ঢুকলো মাথায়
মন্ত্রী হলে কী হয় শেষ
তখন থেকে বেড়ায় পাড়া
সমাজ সেবা করব বেশ
পাড়া ছাড়া করতে হবে
গুণ্ডা এবং দুষ্টুলোক
রামচাঁদ তাই কেমন কাজের
দেখবে তখন বিশ্বলোক
নিয়ম করে মিটিং করেন
জন তিরিশেক সদস্য
ভাবখানা তার মন্ত্রী হবার
দিল্লী যাবেন অবশ্য
সেখান থেকে জগৎ দেখা
অনেক হবে সহজ ক্লেশ
স্বপ্ন দেখেন দিন-রাতে
কাটতে চায়না ঘুমের রেশ।।
মন্ত্রী হবার ইচ্ছা হল
রামচন্দ্র কয়ালের
মানুষটা সে বড্ড ভালো
থাকতে চায় সে আড়ালে
হঠাৎ সেদিন ঢুকলো মাথায়
মন্ত্রী হলে কী হয় শেষ
তখন থেকে বেড়ায় পাড়া
সমাজ সেবা করব বেশ
পাড়া ছাড়া করতে হবে
গুণ্ডা এবং দুষ্টুলোক
রামচাঁদ তাই কেমন কাজের
দেখবে তখন বিশ্বলোক
নিয়ম করে মিটিং করেন
জন তিরিশেক সদস্য
ভাবখানা তার মন্ত্রী হবার
দিল্লী যাবেন অবশ্য
সেখান থেকে জগৎ দেখা
অনেক হবে সহজ ক্লেশ
স্বপ্ন দেখেন দিন-রাতে
কাটতে চায়না ঘুমের রেশ।।
------------------------------------
কলকাতা
বেশ বেশ
ReplyDelete