ছড়া
-
হাসি মুখে থাকবে সুখে।
ডঃ রমলা মুখার্জী
ডঃ রমলা মুখার্জী
মুচকি হাসি হাসির রাশি,
হাঃ হাঃ হিঃ হিঃ হাসতে হবে.....
মনকে ওড়ায় দুঃখ ভোলায়
সুখ শরীরে থাকবে তবে।
ব্যথা কমায় চাপকে দমায়
হাসি,
পেশি শিথিল করে....
ছন্দ-ছড়া হাসিতে গড়া
পৌঁছে যাক ঘরে ঘরে।
রক্ত-চাপ হাসিতে সাফ
লাঘব শ্বাসের কষ্ট.....
রাম-গড়ুরের ছানা যা না-
গুমড়ে জীবন নষ্ট।
হেসে ভেসে ছড়ার দেশে
আঁক না নানা মজার ছবি....
নাচুক ছড়া খেলুক ছড়া
ভুলবে তবে দুঃখ সবই।
হালকা হাসির পলকা ছড়া
উল্কা মেলে চেপে..........
আসবে ছুটে সবাই জুটে
হাসিতে ওঠো ক্ষেপে
ও ভাই, হাসিতে ওঠো ক্ষেপে।
ও ভাই, হাসিতে ওঠো ক্ষেপে।।
----------------------------------------------------------------------
বৈঁচী, হুগলী
ভালো নিদান
ReplyDeleteতরুনার্ক লাহা
খুব সুন্দর দিদি
ReplyDeleteসুন্দর
ReplyDelete