কবিতা -
একদিন এক দুপুরবেলা ভাত খেয়েছি সবে,
হঠাৎ করে কান ধরে কে উঠল বলে, "কবে?"
চমকে গেলাম প্রশ্ন শুনে,অবাক হলাম আরও
ঘরের মাঝে হাতের পাশে দাঁড়িয়ে আছে পারো !
যার জন্য ঘর ছেড়েছি, খাচ্ছি রঙিন পানি,
বন্ধু-স্বজন ছেড়ে আজ হাতের পাঁচ ঐ চুনী,
সে কিনা আজ সামনে আমার, মুখে শুধুই হাসি,
এই হাসিতেই বিলিয়ে দিতাম কলকাতা টু কাশী ৷
প্রশ্ন শুনেও পাল্টা প্রশ্ন— "কী হবে আর কবে?"
বললো পারো— "আর কত দিন থাকবে তুমি ভবে ?"
বলে কি এ', পাগল নাকি, নাকি পেটটা খারাপ !
নাকি আজকে ও-ও খেয়েছে খাঁটি দেশি সরাব !
মরবো আমি—এই চায় ও', এ তো আজব কথা,
এর'ম মেয়ের জন্য কিনা আমার মনে ব্যথা !
ভাববো না আর তোমায় নিয়ে, চন্দ্রমুখীই বেস্ট
তোমার মতো করে না সে মরার রিক্যুয়েস্ট ৷
যাও তো এবার জীবন থেকে, তোমার নামে দাঁড়ি,
হবো আবার ফুলবাবুটি, ফেলবো কেটে দাড়ি ৷
এক হাতেতে যেই সরাতে গেলাম—আমি থ,
তাল সামলাতে না পেরে আজ আমি পপাত চ ৷
উঠে দেখি এতক্ষণ যে ছিলাম স্বপ্ন-দোষে,
তাল বুঝে ঠিক বাস্তবটা দিয়েছে চড় কষে ৷
হাতের কাছে দেবদাস-টা রয়ে গেছে খোলা,
শরৎবাবুর কাছেই বুঝি খেলাম যে কানমলা ৷
-----------------------------------------
বহরমপুর, মুর্শিদাবাদ
কানমলা
নির্মলেন্দু কুণ্ডুএকদিন এক দুপুরবেলা ভাত খেয়েছি সবে,
হঠাৎ করে কান ধরে কে উঠল বলে, "কবে?"
চমকে গেলাম প্রশ্ন শুনে,অবাক হলাম আরও
ঘরের মাঝে হাতের পাশে দাঁড়িয়ে আছে পারো !
যার জন্য ঘর ছেড়েছি, খাচ্ছি রঙিন পানি,
বন্ধু-স্বজন ছেড়ে আজ হাতের পাঁচ ঐ চুনী,
সে কিনা আজ সামনে আমার, মুখে শুধুই হাসি,
এই হাসিতেই বিলিয়ে দিতাম কলকাতা টু কাশী ৷
প্রশ্ন শুনেও পাল্টা প্রশ্ন— "কী হবে আর কবে?"
বললো পারো— "আর কত দিন থাকবে তুমি ভবে ?"
বলে কি এ', পাগল নাকি, নাকি পেটটা খারাপ !
নাকি আজকে ও-ও খেয়েছে খাঁটি দেশি সরাব !
মরবো আমি—এই চায় ও', এ তো আজব কথা,
এর'ম মেয়ের জন্য কিনা আমার মনে ব্যথা !
ভাববো না আর তোমায় নিয়ে, চন্দ্রমুখীই বেস্ট
তোমার মতো করে না সে মরার রিক্যুয়েস্ট ৷
যাও তো এবার জীবন থেকে, তোমার নামে দাঁড়ি,
হবো আবার ফুলবাবুটি, ফেলবো কেটে দাড়ি ৷
এক হাতেতে যেই সরাতে গেলাম—আমি থ,
তাল সামলাতে না পেরে আজ আমি পপাত চ ৷
উঠে দেখি এতক্ষণ যে ছিলাম স্বপ্ন-দোষে,
তাল বুঝে ঠিক বাস্তবটা দিয়েছে চড় কষে ৷
হাতের কাছে দেবদাস-টা রয়ে গেছে খোলা,
শরৎবাবুর কাছেই বুঝি খেলাম যে কানমলা ৷
-----------------------------------------
বহরমপুর, মুর্শিদাবাদ
মতামতের অপেক্ষায় রইলাম
ReplyDeleteখুব ভালো ...
ReplyDelete