Monday, September 24, 2018

অংশুমান চক্রবর্তী



ছড়া
ব্যাঘ্রমহাশয়
অংশুমান চক্রবর্তী

বাঘ এসেছে কলকাতাতে
সবাই ভয়ে কাঁপে
কেউ জানে না কখন ঘাড়ে
পড়বে যে এক লাফে।

রাস্তাঘাটে লোক কমেছে
অফিসপাড়া ফাঁকা
বিক্রিবাটা বন্ধ এখন
যতই ফেলো টাকা।

সবাই বলে, আগে বাঁচো
তারপরে তো কাজ
টাকার লোভে বাঘের হাতে
মরবো নাকি আজ?

বাসে-ট্রেনে লোক হয় না
পায় না চাকা গতি
ডোরাকাটা সামনে এলে
হয়েই যাবে ক্ষতি।

জনজীবন অচল এখন
সবাই ভাবে মনে
হেলেদুলে বাঘটা ভালোই
ছিল সোঁদরবনে।

কলকাতাতে কেন এল?
খাবার টানে আসা?
বাঘ তাড়াতে একটা উপায়
বের করবো খাসা।

টিভি চ্যানেল, নিউজ পেপার
খবর করে রোজ
আলোচনার পাশাপাশি
জমছে মহাভোজ।

বাঘের ছবি তোলার জন্য
ক্যামেরাম্যান ছোটে
মন্ত্রী ভাবেন, বাঘ তাড়িয়ে
জিতব আবার ভোটে।

বাগবাজারের পটলা ভাবে
সুযোগ এল হাতে
চুপিচুপি মনুমেন্টে
চড়ব গিয়ে রাতে।

জানতে কেউই পারবে না তো
উঠব একা একা
আশাকরি আমি বাঘের
পেয়েই যাবো দেখা।

টালিগঞ্জের টুম্পা ভাবে--
যাবো কপাল ঠুকে
বাঘের সঙ্গে সেলফি তুলে
দেবো যে ফেসবুকে।

হাজারখানা লাইক-কমেন্ট
নই তো আমি ভীত
সেই ছেলেটা থাকলে বাঘের
গলায় মালা দিত।

বাঘ ধরতে লোক বেরলো
অনেকগুলো দল
নামল পথে পশুপ্রেমী
চোখে তাদের জল।

চিড়িয়াখানার বাঘের কদর
কমল রাতারাতি
শুধু কি বাঘ? কেউ দেখে না
সিংহ, কুমির, হাতি।

কলকাতাতে বাঘ এসেছে
সেই বাঘটা কই?
বিশেষজ্ঞ চশমা চোখে
ঘাঁটতে থাকেন বই।

সিসিটিভি পায়নি ছবি
বাঘটা চালাক খুব
ডাঙায় সে কি ঘুরছে, নাকি
নদীর জলে ডুব?

ঢাক বেরলো, ঢোল বেরলো
বাঘ তাড়াতে হবে
ধীরে ধীরে মানুষ আবার
মেতেছে উৎসবে।

হয়ে গেল সব স্বাভাবিক
দূর হয়েছে ভয়
মানসম্মান খুইয়ে কাঁদেন
ব্যাঘ্রমহাশয়।
-------------------------------------------------
রামরাজাতলা, হাওড়া 

4 comments: