Tuesday, June 25, 2019

নীতা কবি




কবিতা-
বিশ্বকাপ

বিশ্বকাপ শুরু হলো
টিভির কাছে বসা
সিরিয়াল না দেখতে পেলে
বাড়বে কারো গোসা।
দিন রাত্তির খেলা খেলা
কে যে আউট হলো?
টিভি নিয়ে কত্তা গিন্নীর
ঝগড়া করেই 'লো।

পৃথিবীর সব দেশের পাশে
হরেক রকম লোক
রাত জাগারই ধূম পড়েছে
কমছে নাকো ঝোঁক।

গিন্নি বলেন তোমার শরীর 
ভালো নেই তো মোটে
বেশি খারাপ হয়ে গেলে
বিশ্বকাপ উঠবে লাটে।

কত্তা বলেন ,ভারতকে আজ
জেতাতেই যে হবে 
নইলে রাতে ঘুম হবেনা
জীবন বৃথাই যাবে।
এমনি করেই ছোট বড়ো
করে করে খেলা খেলা
ধন্য তুমি বিশ্বকাপ
ভবানন্দের মেলা।

ধনী, বিরাট করছে যে কি
ভাবছে সবাই বসে
সিরিয়ালের জন্যে গিন্নি
রাগ করেছেন কষে।

কবে যে আপদ শান্ত হবে
হৈ হল্লা ঘরে
আরাম করে নাটকখানা
দেখবো শোফার পরে।

1 comment:

  1. খুব সুন্দর, ভাই।আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের মতো কবিগণ এবং পাঠকগণ উপকৃত হন।আপনাদের শুভ উদ‍্যোগ সফল হোক।

    ReplyDelete