কবিতা –
সময়ের খেলা
সময়ের খেলা বুঝি না হায় ,
সময় যাচ্ছে চলে আপন মনে ।
যেমন উদীয়মান সূর্যকে ও , সূর্যাস্তের কোলে
ঢোলে পড়তে হয়,
তেমনি অহঙ্কারী মানুষের পতন নিশ্চিত ।
শুধুমাত্র দেহ মনে পাপের ছোঁয়া লাগলে,
আমি তো বুঝি না হায়!
কিভাবে মিথ্যে দম্ভে,নিজেরে শক্তিশালী করে ।
টাকার বিলাসিতা,মিথ্যে গায়ের জোরের অহঙ্কার
থাকে কি সারা জীবন ধরে, কে জানে ?
কিন্তু ভক্তির প্রকাশ, প্রকট হবেই দিনে দিনে
সুনিশ্চিত ভাবে তা প্রকাশ পাবে নম্র ব্যবহারে ।
আমার মন কয়, স্বল্প যে ক্ষন আছে পড়ে
ভক্তি লীলায় মেতে উঠি ।
জীবনটাকে নয়ন দিয়ে নয়,
ভক্তির নয়নে নেবো সাজিয়ে ।
সময় যাচ্ছে চলে আপন মনে ।
যেমন উদীয়মান সূর্যকে ও , সূর্যাস্তের কোলে
ঢোলে পড়তে হয়,
তেমনি অহঙ্কারী মানুষের পতন নিশ্চিত ।
শুধুমাত্র দেহ মনে পাপের ছোঁয়া লাগলে,
আমি তো বুঝি না হায়!
কিভাবে মিথ্যে দম্ভে,নিজেরে শক্তিশালী করে ।
টাকার বিলাসিতা,মিথ্যে গায়ের জোরের অহঙ্কার
থাকে কি সারা জীবন ধরে, কে জানে ?
কিন্তু ভক্তির প্রকাশ, প্রকট হবেই দিনে দিনে
সুনিশ্চিত ভাবে তা প্রকাশ পাবে নম্র ব্যবহারে ।
আমার মন কয়, স্বল্প যে ক্ষন আছে পড়ে
ভক্তি লীলায় মেতে উঠি ।
জীবনটাকে নয়ন দিয়ে নয়,
ভক্তির নয়নে নেবো সাজিয়ে ।
No comments:
Post a Comment