ষষ্ঠ সংখ্যা, জুন,২০১৯
সভাপতিত্বে - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
সম্পাদনায়,
ব্লগ রূপায়ণ ও পরিকল্পনায় - রাজকুমার ঘোষ
সহকারী সম্পাদনায় - নির্মলেন্দু কুণ্ডু
সাথী যারা - পিয়ালী ঘোষ, সুপর্না, বিদিশা, অভিজিত, রাহুল এবং ঋষভ
প্রচ্ছদে - অভিজিত সাউ ও রাহুল পাকড়ে ও My Computer এর স্টুডেন্টরা
----------------------------------------------
সম্পাদকীয়
খেলাধূলা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ ৷ যদিও আজকের দিনের বাচ্চারা সেই আনন্দ থেকে অধিকাংশই বঞ্চিত ৷ বিকেল তাদের কাছে পিঠে ব্যাগের বোঝা নিয়ে টিউশন পড়তে যাওয়ার সময় ৷ কিন্তু আমরা যারা একটু বড়, তাদের কাছে বিকেল মানে ছিল এক বাঁধনছাড়া ক্ষণ ৷ গোল্লাছুট থেকে কবাডি, ফুটবল থেকে ব্যাডমিন্টন—আমরা ছিলাম যাকে বলে অলরাউন্ডার ৷ আবার যত বড় হয়েছি, বুঝেছি জীবনটাও এক ধরণের খেলা৷ কখনো তাতে আমরা জিতি, কখনো হারের সম্মুখীন হই ৷ এতে টিকে থাকতেও প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, নেতৃত্বগুণ, দলবদ্ধতা আর অবশ্যই হার-জিতকে সমানভাবে মেনে নেওয়ার স্পোর্টসম্যান স্পিরিট ৷ খেলা নিয়ে রচিত সাহিত্য বা সিনেমাও আমাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে, মতি নন্দী তো সেক্ষেত্রে এক উল্লেখযোগ্য নাম ৷ হাল আমলের 'বায়োপিক'-র ধারাও কিন্তু গতি পায় মিলখা সিং বা মেরি কম বা মহেন্দ্র সিং ধোনির জীবনের ওঠাপড়াকে পর্দায় দেখিয়েই ৷ আর আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা বিবেকানন্দ তো বলেই গেছেন, গীতা পাঠের চেয়েও ফুটবল খেলা তাঁর কাছে অধিক শ্রেয় ৷
এই বিশ্বকাপ ক্রিকেটের মরসুমে তাই 'আমাদের লেখা' পত্রিকাও ভাবলো খেলার জ্বরে একটু গা সেঁকবে ৷ খেলা মানে কিন্তু শুধুই মাঠকেন্দ্রিক ক্রীড়া নয়, আমাদের জীবনকেন্দ্রিক প্রতিদিনের যে খেলায় আমরা অংশ নিই , তা-ও ৷ আপনাদের লেখনীর মধ্যে দিয়ে উঠে এসেছে সেই খেলারই বিভিন্ন আঙ্গিক ৷
So, let's start
play...
------------ নির্মলেন্দু কুণ্ডু
------------ নির্মলেন্দু কুণ্ডু
-------------------------------------------
সূচীপত্র
কবিতা
আর্যতীর্থ - সংখ্যাগুরু
সৌরভ ঘোষ- ডিগবাজি
রীতা রায় - এলাটিং বেলাটিং সই লো
পল্লব হাজরা - সময়ের খেলা
নীতা কবি - বিশ্বকাপ
মোনালিসা পাহাড়ী - খেলা
লিপি ঘোষ হালদার - মাতুক বিশ্ব
বীরেন্দ্র নাথ মহাপাত্র - লক্ষ্যভেদ
চিত্তরঞ্জন সাহা চিতু - বিশ্ব ক্রিকেট খেলা
বটু কৃষ্ণ হালদার - বাংলার দাদা সৌরভ
নিবন্ধ
প্রণব কুমার সরকার - চ্যাম্পিয়ন গড়ার কারিগরি
ডক্টর সৌরভ দত্ত - ক্রিকেটের বিশ্বযুদ্ধ - বদলাক ফাইনালের প্রবেশপন্থা
মুক্তগদ্য
মিতা দত্ত - মানুষ যখন খেলোয়াড়
ডঃ সায়ন ভট্টাচার্য - জীবন ও ক্রিকেট ও জীবন
Poem
Ridendick Mitro - SPORTS IS LIFE
গল্প
রাজকুমার ঘোষ - লাট্টু ও দাদু
দীপক আঢ্য - খেলা
প্রিয়ব্রত - ফালতু রতু
রাজকুমার ঘোষ - চিক্কু
স্বরূপা রায় - স্বপ্নপূরণ
রাণা চ্যাটার্জী - "লক্ষ্যভেদ"
রাম সরেন - একান্তে জন্মদিন পালন
সুজাতা বন্দ্যোপাধ্যায় - অন্তরালে
সুজাতা বন্দ্যোপাধ্যায় - অন্তরালে
No comments:
Post a Comment