Tuesday, June 25, 2019

সৌরভ ঘোষ



কবিতা-
ডিগবাজি

 
ছেলেবেলার খেলাগুলো আর ধরা দেয় না
ছু-কিতকিত,লুকোচুরি,বুড়ি বসন্ত,গুলড্যাঙ;
সেসব চাবি হারানো মান্ধাতা সিন্দুকে
বা মৃত ব্যক্তিটির লকারে...

এখন খেলাটা অন্য
ছাদের কার্ণিসে মোবাইল হাতে
অথবা শীতল ঘরে দলীয় পতাকা নীচে...

আমোদ প্রমোদ আর 
বিনোদনে পার্থক্য মিটেছে। 
বিনিয়োগের নতুন খেলা,
ছোটো বড়ো সকলেই মেতে...

জীবনটাতো শূণ্য দাঁড়
যখন যেমন পায়রা এসে বসে;
তারা গম খায়, তালি দিলে ওড়ে।
শুধু পাল্টে গ্যাছে ডিগবাজির রকমগুলো... 

No comments:

Post a Comment