কবিতা -
খেলা
জীবন হল একটা খেলা।
যে যত নিখুঁত ভাবে খেলবে সে তত সফল....
সামান্য ভুল- অমনি পরাজিত সৈনিক।
কখনো আমরা জীবনের সঙ্গে খেলি
তাকে বলি মজা...
কখনো জীবন আমাদের সঙ্গে খেলে
তা হয় ভাগ্য।
হার - জিতের হিসেব কষতে কষতে কখন যে
মুঠি আলগা হয়ে আস্ত জীবনটাই টুপ করে খসে পড়ে পৃথিবীর পাতা থেকে তার খোঁজ কেউ রাখেনা....
No comments:
Post a Comment