কবিতা -
লক্ষ্যভেদ
আশা,ভরসা নিয়ে নেমেছ পথিক
জীবন নাট্য খেলায়,
খেলায় থাকবে হারজিত
চিরস্থায়ী হয় না কভু জোয়ার ।
কৈশোর পেরিয়ে যৌবন
ময়দান সমীপে কঠোর অনুশীলন,
অনুশীলন মান্যতা পেল
এল নতুন জীবনের আলোড়ন ।
দক্ষতা নিয়ে এগিয়ে চল
পিছু টান কভু রেখো না আর,
সময়ের তালে আসবে জয়মাল্য
লক্ষ্যভেদ জীবনের দুর্নিবার ।
ঘাত-প্রতিঘাত জীবন খেলায়
এ-ভব সংসারে,
কর্মদ্যোগী হলে পরে
হতাশা যাবে দূরে সরে ।
দেশ ও দশের হয়ে খেলছ সবে
দীর্ঘদিনের কঠোর অনুশীলন,
সাধ্য তার আঁখিতে সঠিক লক্ষ্যভেদ
দ্রৌপদীর বরমাল্যে লভে ছদ্মবেশী এক ব্রাহ্মণ।
No comments:
Post a Comment