Thursday, September 27, 2018

সম্পাদকীয় কলমে - নির্মাল্য বিশ্বাস



সম্পাদকীয় কলমে

রামগরুড়ের ছানার মতো আমাদেরও কী হাসতে মানা আছে নাকি? নেই যখন তাহলে হাসিই না একটু প্রাণ খুলে।ঘরে-বাইরে হাজার কাজের চাপ, টেনশন ; প্রাণ খুলে হাসি তো দূর অস্ত ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে জীবন থেকে।অথচ সবাই বলছে হাসলে নাকি শরীর, মন দুই-ই ভালো থাকে।তাই তো হাঁসখালি থেকে হাসনাবাদ সব রাজ্যের লোকই ছুটছে হাসির হাসপাতালে।কী চিন্তায় পড়ে গেলেন তো? হাসির হাসপাতাল সে আবার কী? আরে হাসপাতাল তো হল চিকিৎসার জায়গা। হাসি হারালেই হয় হয়রানি।আপনার জীবন থেকে হাসি হারিয়ে যাচ্ছে আর আপনাকে চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে  হাসির হাসপাতালে।কী যেন গালভরা নাম তার? হ্যাঁ  মনে পড়েছে- লাফিং ক্লাব। এরা আপনার ব্যামো ধরে চিকিৎসা করে রক্তে চিনির পরিমাণ কমিয়ে দেবে।এরা আপনাকে হাসাবে আর আপনি গরমে হাঁসফাঁস করতে করতেও হাসবেন কলবলিয়ে, বগবগিযে, খিলখিলিয়ে।মানে পাতাল প্রবেশের্  আগে অবধি আপনাকে হাসিয়েই ছাড়বে।তবে এত ঝামেলা ঝঞ্ঝাটের দরকার কী? হাতের কাছেই যখন মাপা হাসি থেকে দমফাটা হাসির এমন উপকরণ হাজির।তাহলে দেরি কেন বন্ধুরা? পড়েই ফেলুন 'আমাদের লেখা'র প্রাণখুলে হাসির অফুরন্ত হাস্যরসের সম্ভার।কথোপকথন, গল্প, অণুগল্প, কবিতা, লিমেরিক, স্মৃতিচারণা নিয়ে এই সংখ্যাটি আপনার অবদমিত হাসিটাকে আরো প্রশস্ত করবে সেটা বলাই বাহুল্য।
                                                                     - নির্মাল্য বিশ্বাস

2 comments: