ছড়া -
ভূত
সুজান মিঠি
ঝুল কালো আঁধারে
দশ দিক ঢাকা,
অমাবস্যার রাত
কালো রঙে আঁকা।
দানা দানা
কালো
রঙ
জমে জমে ভূত,
কিম্ভুত কিমাকার
কালো কুত্ কুত্।
ঝোপ ঝড়ে
আঁধারে
ভূতদের ডেরা,
চুল নেই একটারও
সব কটা নেড়া।
শ্মশানের ধারে দেখ
ভূতেদের চর্ ,
ভয় পেলে রাম নাম
মনে জপ কর্।
নাক কাটা পেত্নী
কানকাটা নেকি,
ভয় পাস্ কেন তুই
বুদ্ধির ঢেঁকি।
খিল্ খিল্
ফ্যাঁচ্ ফ্যাঁচ্
পেত্নিরা হাসে,
বিড়ি খেয়ে ভূত গুলো
খক্ খক্ কাসে।
কালো ভূত
সাদা
ভূত,
ভয়ে থরো থরো,
ছোটো ভূত মেজো ভূত
আর আছে বড়ো।
ভূতগুলো মেলে
ঠ্যাং,
হাসে নাকি সুরে,
সারা রাত জেগে থাকে
দাঁত বার কোরে।
দাঁত উঁচু ভূত গুলো
কট্ মট্ হাসে,
ডিগবাজি মারে জলে
চিৎ হয়ে ভাসে।
চল্ চল্
ভূত
ধরি
ফাঁস জাল পেতে,
ওই দেখ্ ভূত গুলো
নাচে ধান খেতে।
... ...
... ... ...
পেত্নী আবার নোলক পরে
কাটা নাকের ফাঁকে
তেঁতুল গাছের ডালে বসে
হরেক রকম ডাকে।
ভূত পেত্নী
বিয়ে
হবে
আজকে গাছের তলে,
বাসর জাগবে সব ভূতরাই
কোপাই নদীর জলে।
বিয়ের রাতেই
ফুলশয্যা
আদর খাবে বউ
ভূতের পোষা ভুতু কুকুর
ডাকবে ভউ ভউ।
ডাক্ শুনে
আসবে
ছুটে
ভূত পেত্নী সবে,
ওরে তুই থাম্ এখন
ভূতের গান হবে।
গান ধরেছে
পেত্নী এবার
রুই কাতলা নিয়ে,
বর-ভূতটা মেলায়
গলা
হাতে তালি দিয়ে।
সবার শেষে খাওয়া দাওয়া
শ্মশান ঘাটে বসে,
যত রকম ভূত ছিলো সব
সারি দিয়ে বসে।
ভাঙা হাড়ের চচ্চোড়ি আর
ফাটা খুলির ডালনা,
আরো কত মেনু আছে
খাবি যদি চালনা।
---------------------------
বর্ধমান, পশ্চিমবঙ্গ
---------------------------
বর্ধমান, পশ্চিমবঙ্গ
ভালো
ReplyDeleteতরুনার্ক লাহা
ভূতুড়ে কান্ড
ReplyDelete