ছড়া –
হাসির কারণ
অমরেশ বিশ্বাস
এত হাসির হয়েছে কী
খাচ্ছ গড়াগড়ি
কিনতে পাওয়া যাচ্ছে নাকি
হাস্যরসের বড়ি।
হাসা ভাল তবে এত
হাসা তো ভাল নয়
হা হা করে হাসতে দেখে
পাচ্ছে ভীষণ ভয়।
সত্যি কথা বলো খুলে
কারণটা কী এর
না বললে কেমন করে
পাই বল তা টের।
এমন হাসি পাগল ছাড়া
হাসে না কেউ জানি
হওনি পাগল না যদি কও
কেমন করে মানি।
পাগলা গারদ ঠিকানা হবে
যদি না কও খুলে
ইলেকট্রিক শক দিলে যাবে
সকল কথা ভুলে।
মাথা ঝাঁকিয়ে বলে উঠল
অনেক কান্না বুকে
কান্না চেপে হাসছি,
কারণ
ইচ্ছে,
থাকি সুখে।
হাসলে নাকি দুঃখ কমে
হাসি তাই প্রাণ খুলে
ইচ্ছে করে বাঁচতে সুখে
দুঃখ সকল ভুলে।
--------------------------------------------------------------------
নিমতা, কোলকাতা
খুব ভালো ৷
ReplyDelete