Monday, September 24, 2018

অভিজিৎ দত্ত



কথোপকথন (একাঙ্কিকা)-  
বাঙ্গালীর_বিশ্বকাপ
অভিজিৎ দত্ত

রানাঘাট লোকালে ডেইলি প্যাসেঞ্জারি করা যাত্রীদের মধ্যে প্রতিদিন যাওয়া আসার মধ্যেই গঢ়ে ওঠে বন্ধুত্ব আর বাঙ্গালীর বন্ধুত্ব মানেই তর্ক আর তর্ক থেকে তর্কাতর্কি এবং তা থেকে ঝগড়া । এদিকে বাঙ্গালী জানে না এ ধরণের কিছু বিশ্ব সংসারে থাকবার প্রশ্নই ওঠে না। এটা অবশ্য তাদের ট্রেনে বসে সময় কাটানোর একটা টেকনিকও হতে পারে । সঠিক জানি না। আর  আপাতত জমজমাট বিশ্বকাপের আসরে আমাদের তর্কের বিষয় 'বাঙ্গালীর ফুটবল' অর্থাৎ ওই বিশ্বকাপ ছাড়া অন্য কিছু হতে পারে কি ?

তিনজন যাত্রী রমেশবাবু (রম), বিরিঞ্চি হালদার (বিরি) এবং সবজান্তা অনিমেষের (অনি) মধ্যে সেদিন শুরু হয়ে গেল বাকযুদ্ধ । তখনও সেমিফাইনাল শুরু হয় নাই । সাথে এদিক ওদিক থেকে টিপ্পনী দুয়েকটাও অবশ্য ভেসে আসছে ।

বিরি :: কি যে অইত্যাছে বিশ্বকাপে কওনই মুশকিল ।

অনি :: আজকাল জ্যেঠু এইরকমই । আমি আগেই জানতাম আপসেট হবে । টেকনোলজিই পাল্টে গেছে যে ।

বিরি ::  আমাগো সময়ে একা পেলেই ত্রিভুবন কাঁপাইয়া দিত। হেই ব্রাজিল কিনা বগের ঠ্যাঙ বেলজিয়ামের আয়নায় নিজেরে দেইখ্যা হেই কাঁচে পা কাইট্যা লগে লগেই কাইন্দ্যা কাইন্দ্যা মাঠ ছাড়ে ।

অনি :: আরে জ্যেঠু তোমাদের প্রাগৈতিহাসিক যুগের কথা ছাড়ান দাও। মানছি পেলে এককালে কিছু মাল ছিল তবে এখন তো তোমার ভাষায় খাড়াইতেও পারে না।

জনৈক যাত্রী :: তবুও পেলে ইজ পেলে। তখন দূরদর্শন ছিল না । আর তাই কখনও সেভাবে দেখি নাই যদিও ।

অনি : আমি তো ভাবতেই পারছি না তখন টিভি ছাড়া আপনাদের দিন কাটত কেমন করে

রম :: আরে তখন আমরা মাঠে গিয়ে লাইভ ফুটবল দেখতাম ।

বিরি  :: হ বলরাম, সমাজপতি, অরুণ ঘোষ 

রম :: চূণী, পি কে এঁদের নামও বলুন।

অনি :: তা যাই হোক এবার আমি বলে দিচ্ছি বেলজিয়ামই চ্যাম্পিয়ন হবে।  

বিরিঞ্চি :: ধুর পোলা। তুই কি বোঝস্ খেলাধুলা । তগো জ্ঞান তো টিভি দ্যাখা আর কানে মোবাইল ।    আরে রমেশবাবু আপনি চুপটি কইরা রইলেন ক্যান গো ?

র :: আমি মুখ খুললে তো আপনারই মুশকিল । সেদিন আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মেসি কে আপনি খেলা ভুলে গিয়েছে পর্যন্ত বলেছেন। 

অনি :: না কাকু মেসি যে পারবে না আগেই জানতাম । আমি বলে দিচ্ছি এই বেলজিয়ামই এবার কাপ ঘরে তুলবে।

বিরিঞ্চি: হ ! থইয়া দাও তুমাগো বেলজিয়াম । এখনও সামনে ফ্রান্স রইছে ।

জনৈক যাত্রী  :: এবার ইংল্যান্ড যা খেলছে অপূর্ব ।

রম :: বাচ্চাগুলো ভাগ্যবলে উঠেছে সেমিতে । 

বিরি :: হ হ এহন তো তা কইবেনই। 

রম :: কেন ? কি আবার বললাম আমি ?

বিরি ::  টিমডারে তো আপনেগো মেসিদাদার বড়ভাই এককালে হাত লাগাইয়া গোল দিয়া জিতছিল । 

অনি :: তবে মারাদোনা আলাদা ক্লাস এটা জ্যেঠু মানতেই হবে।

রম :: তাছাড়া উনি কিন্তু পরেও অস্বীকার করেন নাই কথাটা।

অনি :: আর জ্যেঠুর নেইমার এবার যা করল !! ছিঃ ছিঃ । এরপর ব্রাজিলের খেলা দেখতে ঘেন্না লাগবে।

বিরি :: আরে নেইমার করছে তো ব্রাজিলের কি দোষ। তগো ইংল্যান্ড যে ১৯৯০ সালে পেলেরে .......     

রম :: দুত্তোর । আপনার বড্ড পুরোনো কথা ঘাঁটা অভ্যাস ।

অনি :: হ্যা কাকু আপনারা দুজনেই -----

বিরি :: তুই থামত ছ্যামড়া। নাক টিপলে দুধ গলে আবার চ্যাটাঙ চ্যাটাঙ কথা । 

রম :: খেলার কথা বাদ দিয়ে আমরা কিন্তু ঝগড়া করে যাচ্ছি সমানে । লোকে কি বলবে !

যাত্রীবৃন্দ সমস্বরে :: আরে মশাই বলার কিছু বাকি থাকলে তো বলব। 

১ম যাত্রী  :: আপনারা তিন দ্বিগ্বজ যে রেটে চালিয়ে যাচ্ছেন আপনারা তাতে আমরা বিমোহিত । 

২য় যাত্রী :: বাকিটা আপনারাই শেষ করুন । শেয়ালদা  পৌঁছে গিয়েছি তো। 

৩য় যাত্রী :: আপনারা এবার বাকিটা স্থির করুন আমরা নেমে যাচ্ছি । কালকে শুনে নেব ।
---------------------------------------------------------------------------------------------------------------------
মুকুন্দপুর, কলকাতা

2 comments:

  1. এরকম মানুষদের আশেপাশে রোজই দেখি ৷ রিলেট করতে পারলাম ৷

    ReplyDelete
  2. খুব মজা লাগলো গল্পটা পড়ে কারন আমি একসময় প্রাত্যহিক ট্রেন যাত্রী ছিলাম।এরকম দ্বিগ্বজ তখনও ছিল।

    ReplyDelete