কবিতা -
ফোনের প্রতীক্ষা
টেলিফোনটা আসবে বলে
বসে বসে সময় কাটলো
আসেনি
প্রতিটি মুহূর্ত প্রতীক্ষায়
কাটলো অজানা আশঙ্কায়
টেলিফোনটা আসবে বলে
আসেনি
বুকের ভেতর অনেক শব্দের
আওয়াজ
প্রতিনিয়ত ভাঙছে আর গড়ছে
শূন্যতা শুধু ঘরময়
বাজেনি কিছুই বাজেনি
হৃদয়ের ভেতর থেকে
চাপা স্বরটা অনর্গল পাক খেলো
অন্ধকার হলে চারিদিক নিঃশ্চুপ
তবু টেলিফোনটা এল না
অপেক্ষা শুধুই অপেক্ষা।।
ভালো
ReplyDelete