ছড়া-
ডিমনোলোজি
ঘুরতে গিয়ে বনের ভিতর
দেখতে পেলাম হঠাৎ করে
চকচকে এক মস্ত বড়ো
ডিমখানা যে আছে পড়ে।
ডিমটা যে হায় মস্ত বড়
ভাবতে থাকি কিসের এটা
ঘোড়ার কোনো ডিম হবে কি?
আরে আমি মাথা মোটা।
ভেবে আকুল আবোল তাবোল
ডিম খানা কে পাড়তে পারে
এত্তো বড় ডিমটা যে ঠিক
পাড়তে পারে ডাইনোসরে।
সঙ্গে ছিল আমার মামা
ভালোই জানে ডিমনোলোজি
"ডিম পেড়েছে রাইনোসোরাস
বলছি আমি সোজাসুজি ।
দেখ না চেয়ে ডিমটা বাঁকা
চ্যাপ্টা কেমন উপর দিকে
রং টা যেন ঠিক সাদা নয়
নিচের দিকটা একটু ফিকে।
ডানদিকে তুই দেখ না চেয়ে
R'টা কেমন স্পষ্ট লেখা
গন্ধটা ঠিক সোরার মতন
এসব জিনিস আমার দেখা
রাইনোসোরের ডিমটা দেখে
দৃষ্টি আমার মামার দিকে
মামার জ্ঞানের বহর জেনে
শ্রদ্ধা বাড়ে সেদিন থেকে।
ঘুরতে গিয়ে বনের ভিতর
দেখতে পেলাম হঠাৎ করে
চকচকে এক মস্ত বড়ো
ডিমখানা যে আছে পড়ে।
ডিমটা যে হায় মস্ত বড়
ভাবতে থাকি কিসের এটা
ঘোড়ার কোনো ডিম হবে কি?
আরে আমি মাথা মোটা।
ভেবে আকুল আবোল তাবোল
ডিম খানা কে পাড়তে পারে
এত্তো বড় ডিমটা যে ঠিক
পাড়তে পারে ডাইনোসরে।
সঙ্গে ছিল আমার মামা
ভালোই জানে ডিমনোলোজি
"ডিম পেড়েছে রাইনোসোরাস
বলছি আমি সোজাসুজি ।
দেখ না চেয়ে ডিমটা বাঁকা
চ্যাপ্টা কেমন উপর দিকে
রং টা যেন ঠিক সাদা নয়
নিচের দিকটা একটু ফিকে।
ডানদিকে তুই দেখ না চেয়ে
R'টা কেমন স্পষ্ট লেখা
গন্ধটা ঠিক সোরার মতন
এসব জিনিস আমার দেখা
রাইনোসোরের ডিমটা দেখে
দৃষ্টি আমার মামার দিকে
মামার জ্ঞানের বহর জেনে
শ্রদ্ধা বাড়ে সেদিন থেকে।
দারুণ
ReplyDelete