Saturday, December 1, 2018

সুনন্দ মন্ডল



কবিতা –
স্বর্ণালী পট

 জীবনের কেয়াপাতায় তুমি এসেছিলে
মর্মর ধ্বনির সাথে গুমরে উঠেছিল প্রাণ
স্নিগ্ধতা যখন মিশুকে ছিল অলিন্দে
নিলয়ের ওই প্রান্তে ছিপে দিয়েছিল টান।

বড়শিতে গাঁথা জীবনের অর্ধেক
বাকি থাক কিছু গুষ্টির আলাপন।
কাঁসার থালায় সাজানো রকমারি
মনের আটচালায় নব উজ্জীবন।

ফুলের গন্ধে ভরে যাক না হয় কিছুটা সময়!
পট চিত্র আঁকা থাক এই জীবনের খসড়ায়।

1 comment: