Monday, February 18, 2019

কবিতা ভট্টাচার্য



কবিতা –
অবাধ্য প্রেম




মাঘের ঠান্ডা বাতাস
এত হিম, এত ঠান্ডা
তবুও বুকের ভেতর
কড়া নাড়ছে অন্য কেউ
ভালবাসা কখন যে
হৃৎপিন্ডে ঢুকে যায়

মিঠে কড়া রোদ সরস্বতী পুজো
রঙিন মুহূর্তগুলো কথা বলে
শীতের আলাপের মত
         হৃদয়ে চঞ্চলতা
সারাক্ষণ মৃদু নিঃশ্বাস
দুঠোঁটের ফাঁকে অবাধ্য প্রেম
এসে ডাক দিল -- বাসন্তী শাড়ীতে

জগদীশ মন্ডল



কবিতা –
যায় না বেঁধে রাখা

মাঘ মাস এলে সরস্বতী আসে
আর আসে বলো কে
কে ?আসে ভালোবাসা দিন
ভ্যালেনটাইন ডে

মখমলে শীতে গোলাপ হাতে
দাঁড়ায় ঘরের পাশে
ইকোপার্ক হয়ে ভিক্টোরিয়ায়
ভালোবাসা যে ভাসে

কত দিন আসে চলে যায়
সৃষ্টিতে সুর তোলে
মনের কোলে প্রিয়জন কথা
দোল দিয়ে যায় দোলে

আবার কারো লুকানো ব্যথা
হয়না তো সে বলা
দুঃখ সাগরে পাল তুলে দিয়ে
একা একা পথ চলা

যুগে যুগে প্রেম বিরহ
বুকের মাঝে ঢাকা
ভালোবাসা তাই একটি দিনে
যায়না বেঁধে রাখা

এস. কবীর



কবিতা -  
প্রেমের আহূতি
          
এসো প্রেম দ্বারে-দ্বারে
     
এসো প্রেম বারে-বারে
            
দাঁড়িয়ে আছি গোলাপ হাতে
                         
তোমার অপেক্ষায়
                              
এই বসন্ত সন্ধ্যায়
                                
ভোরের আকাশে এসো
                                       
নির্মল বাতাসে ভেসো
                             
এসো তুমি নির্জন বনবীথিকায়।
         পলাশ ফুটেছে ডালে-ডালে
                
হৃদয় হয়েছে  আজ লাল
                  
পাপড়ির ডালি সাজিয়ে রেখেছি
                        
হাতছানি দিয়ে কাছে ডেকেছি
                             
গোপন দুয়ারে বুনেছি আজি
                                          
মিহি প্রেমের জাল
                                           
এসো প্রেম মায়াবনে
                                                
হয়তো বা আনমনে
                                         
এসো তুমি সাঁঝ-সকাল।

সুজান মিঠি



কবিতা –
নীলে নীলা

এই নীল, আমাকে একটা লাল আকাশ কিনে দেবে?
নতুন ভোরের লালের মতন আর গোধূলির মতন লাল
বলো না দেবে কিনে?

দেব দেব, অত ব্যস্ত কেন আজ! ঠিক হয়ে দাঁড়াও তো দেখি
আর একটু আছে বাকি।
ঠোঁটের উপরের তিলটা মিস করে গেছি দেখেছো তো!
চুপ করে থাকো, আর কিচ্ছুক্ষন।

নীল ও নীল বলো না আমাকে সেই লাল আকাশে
দুটো উড়ন্ত পাখি, পাশাপাশি, ভাসছে আর ভাসছে
আর ভালোবাসছে চোখে চোখে…
বলো না, এনে দেবে নীল!

আঃ, বড্ড কথা বলো তো তুমি। 
চুপ করো তো একটু।
ওই দেখো হাতের চুড়ি গুলো দেওয়া হয়নি ইস!
শোনো, এরপর কথা বললে কিন্তু ভালো হবে না বললাম।

রং তুলিতে তুমি ও ভীষণ ব্যস্ত। একটু শোনো না গো
আমায় আর কি কি কিনে দেবে।

তুমি কিছুতেই চুপ করবে না বুঝলাম। বেশ বলো
আর কি কি কিনে দেব তোমায়।
সত্যি দেবে, নীল! বেশ তবে একটা সমুদ্রের ঢেউ কিনো
সমুদ্রের তো অনেক আছে, একটা শুধু এনো।

সেই ঢেউয়ে আমি লাল আকাশ টাকে মাখাবো
পাখি দুটোকে ডেকে বলবো এই তোমরা নেমে এস
দেখো আমার সামনে দুরন্ত প্রেমের ঢেউ।
তোমরা এসো।

এই নীল, জানোতো তুমি যে মেঘ রঙের শাড়িটা দিয়েছিলে আমায়
সেইটা আমি আকাশটার গায়ে পরিয়ে দেব, ও খুব হাসবে
আর বলবে নীলা হয়েছি আজ। দেখো নীলা হয়েছি আজ।
এই নীল রাতের আকাশে একটা তারা দেবে না বুঝি!
নতুন জায়গায় যদি খুব অন্ধকার হয়, যদি আমি খুব ভয় পাই
যদি চিৎকার করে উঠে বলি নীল আলো দাও, আলো দাও।
বলো তুমি তারা কিনে দেবে তো?

নীলা তুমি চুপ করো, চুপ করো। আমি তোমায় লাল আকাশ
ঢেউ পাখি তারা সব কিনে দেব
আমার সারা শরীর ভিজিয়ে আমি ঢেউ হয়ে যাবো।
তোমার নতুন দেশের জানলার পাশে মেঘ হয়ে ভেসে বেড়াবো।
ওই পাখি দুটোর চোখে থাকবে নীল আর নীলা
এই নীলা, নতুন দেশে ও আমি থাকবো এই দেখো।