Tuesday, June 25, 2019

বটু কৃষ্ণ হালদার


কবিতা -

বাংলার দাদা সৌরভ


বাংলার সেরা, বাঙালির গৌরব 
তুমি তো আসল বাঘ,
তোমার ছোঁয়ায়, ভাটার টানে
এসেছে নতুন কাপ "
বুক চিতিয়ে, করেছ লড়াই
মেরেছেl চার, ছক্কা" 
তুখোড় যতো নামী বোলার
শুরুতে পেয়েছে ধাক্কা "
অনেক পিচে বুঝিয়ে ছিলে 
ব্যাটের আসল বাপ
তোমার চিন্তা ধারায় এসেছে
ক্রিকেটে নতুন ধাপ"
তুমি ক্রিকেটের আদর্শ নেতা
দিশাহীনদের শিক্ষা গুরু
উদীয়মান, প্রতিভার যোগ্য পূর্বসুরী
যাদের ক্রিকেট দিনের শুরু. 
কালো বাজারীদের জুয়ার টানে 
ক্রিকেট মেখেছে কলঙ্কের মাটি 
তোমার চরিত্র মোদের অহংকার 
ছিলে নিখুঁত পরিপাটি" 
ইংল্যাণ্ডের মাটিতে,ন্যাটওয়েস্ট ট্রফি জেতা 
সে কথা আজও, ভোলার নয় 
চোখে চোখ রেখে করেছ লড়াই 
বিদেশে করেছো মন জয়" 
তোমার ঝুলিতে হাজারো রেকর্ড 
ফিরিয়েছ দেশের গৌরব 
বাংলা মায়ের দামাল ছেলে তুমি 
সবার প্রিয় দাদা সৌরভ "



No comments:

Post a Comment