Tuesday, June 25, 2019

লিপি ঘোষ হালদার


কবিতা- 
।।  মাতুক বিশ্ব ।।
                

রাজার খেলা 'ক্রিকেটনাকি  'ক্রিকেট' খেলার রাজা!
বোঝে পাকাপোক্ত,যারা এর ভক্ত,বিশ্বজুড়ে ছড়িয়ে প্রজা।
এগারোজনে মেলে সদলবলে- হয় দল গড়া,
সবুজ প্রান্তরে ব্যাটে বলে, হচ্ছে বোঝাপড়া।
যুদ্ধক্ষেত্রে বাইশ সেনা,দুদেশের দুই সেনাপতি,
কে নেবে বিশ্বকাপতাই এযুদ্ধে মাতামাতি।
কব্জির জোরে,বলটাকে মেরে,মাঠের বাইরে 'ছয়',
আটকায় যদি বল,নেয় যদি ধরে,আছে সেই ভয়!
ব্যাটসম্যান দুইজন,দুদিকের উইকেটে,ছোটে ব্যাটে মেরে--
উইকেটে বল ছুঁলে,ব্যাটসম্যানই চলে যাবে,মাঠের বাইরে।
ঘুরিয়ে বল,কিংবা ছুঁড়ে, বোলারের কলাকৌশল;
বাকি দশ ব্যাস্ত, সদাসচেষ্ট, লুফে নিতে সেই বল।
ইংরেজদের মাটিতে দশে মিলি,চলছে মজার খেলা;
হারুক জিতুক,এদেশ ওদেশ  করছে মোকাবিলা।
কপিলদেব, ধোনি- এর পরে কে?সেনাপতি বিরাট?
আনবে দেশে বিশ্বকাপ, কে হবে ক্রিকেটের সম্রাট?
ব্যাট্ কে করে তরবারিমারো চার মারো ছয়,
দেশে দেশে সীমানার লড়াই,হানাহানি আর নয়।
জীবন নিয়ে করছে খেলা  সন্ত্রাসবাদী জঙ্গিদল
চাইনা গুলি,চাইনা বোমা,বিশ্ব মাতাক ব্যাট্ বল ।।

No comments:

Post a Comment