Saturday, April 4, 2020

মৌমিতা ঘোষ



কবিতা -
স্তব্ধ হবার কথা
একটা ফুল ফোটাবার সময় আজ
একটা সবুজ রং ছেটানোর সময় আজ
যখন তোমার বিষিয়ে তোলা দিন -
যখন তোমার ধূসর হওয়া আকাশ
খুঁজছে মেঘনীল নীরবতা !
তখন তোমার স্তব্ধ হবার কথা |

একটা ঢেউ তোলবার সময় আজ
একটা জলপ্রপাত বইয়ে দেবার সময় আজ
যখন তোমার লোভের কোপে জর্জরিত মাটি -
যখন তোমার সব পাপ বুকে নিয়ে নদী
চাইছে মোলায়েম স্নিগ্ধতা !
তখন তোমার থেমে থাকার কথা |

একটা কোকিল আসার সময় আজ
একটা মৌমাছির গুঞ্জনের সময় আজ
যখন তোমার প্রগতির রথের চাকায় ওরা পিষ্ট -
যখন তোমার উল্লাস চিৎকারে ক্লান্ত হয়ে পাখি
শুনছে মৃত্যুর বার্তা !
তখন তোমার নীরব হবার কথা |

তবুও তোমার স্বার্থের মায়াবিষে কালো হয় দিন
তবুও তোমার  চেতনারা শীত ঘুমে ,
তবুও তোমার লালসার বেড়াজালে
তোমারই শিশুর জীবনের আলো ক্ষীণ !
একটা জাগরণ হোক আজ
আসুক জাগিয়ে তোলার মানুষ
তোমায় ঝাঁকিয়ে দিক আবার
একটু ফিরিয়ে তুলুক  হুঁশ !

1 comment:

  1. ভীষণ বলিষ্ঠ ভাবনা ....
    কলম চলুক পাঠকের হৃদয় ছুঁয়ে ।

    ReplyDelete