Saturday, April 4, 2020

সুজাতা বন্দ‍্যোপাধ‍্যায়


কবিতা - 

যুগান্তরের পথে


আমায় মৃত্যু থেকে অমৃতে নিয়ে যেতে পারো?

মিথ্যা প্রতিশ্রুতির ডুব সাঁতার
কাটতে কাটতে তলিয়ে যাচ্ছি
অমাবস্যার আঁধারে
যুগান্তরের পথে

বিনম্র হতে হতে পিঠ ঠেকে যায়
ভালোমানুষির তলানিতে
বোকা বিশ্বাস তখনো জ্বালায়
চালভাঙা প্রদীপের জোৎস্না

আমায় মৃত্যু থেকে অমৃতে নিয়ে যেতে পারো?

রোজ হয় লাশকাটা ঘরের উন্মোচন
নতুন শরীর কেঁপে ওঠে হাঁসফাঁসিয়ে
অবোধ মৃত্যু কেঁদে মরে চেরাই ভয়ে

ভুবনডাঙার বৌ মরে আজ আধকপালে
ঘামজলে তার অসহায় মাতৃত্ব
প্রসবকালীন নীল যন্ত্রণা ভয় দেখায় দারিদ্র্যের

আমায় মৃত্যু থেকে অমৃতে নিয়ে যেতে পারো?

আজও পর্ণমোচীর জীবনে আশ্রয় হারানোর কষ্টে
বসন্ত ধর্ষণে গাছ আজ পাতাহীন
গরিবিয়ানার মেহফিলে পান্তাভাতের উৎসব
তোমার নিমন্ত্রণ আকাশের আঙিনায়
অভিমান চুঁইয়ে পরে শ্রম ও শ্রমিকের মাঝে
যেখানে সুখস্বপ্ন দেখে অমৃতের সন্তান

আমায় মৃত্যু হতে অমৃতে নিয়ে যেতে পারো?

1 comment:

  1. দারুন লেখা দিদি । বসন্ত ধর্ষনে ...এমন লেখা তো আপনার কলমেই কাম্য ।

    ReplyDelete