Saturday, April 4, 2020

পত্রিকা আলোচনা




ইয়ে
প্রবাদ সংখ্যা, ১৪২৬
সম্পাদকশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
২০/-
আলোচক : নির্মলেন্দু কুণ্ডু

আমাদের জীবনে যত দুশ্চিন্তা বাড়ছে, বাড়ছে দিনগত পাপক্ষয়ের মাত্রা, তত জীবন থেকে হারিয়ে যাচ্ছে নির্মল হাসি, অমলিন আনন্দ ৷ সেই কাজটাই দীর্ঘদিন ধরে করে চলেছে বাঁকুড়ার বড়জোড়া থেকে প্রকাশিত 'ইয়ে' পত্রিকা ৷ এবারের প্রবাদ সংখ্যাটি তার আরও একটা প্রমাণ ৷

বাংলা ভাষায় প্রবাদের ব্যবহার সর্বজনবিদিত ৷ কথায় কথায় আমরা প্রবাদ বলে থাকি ৷ এই এখনই যেমন দেখুন, আমি ধান ভানতে শিবের গীত গাইছি ৷

পত্রিকাটি পড়ে দেখলাম আমরা বাঙালিরা  প্রবাদ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল ৷ অন্তত কয়েকটি লেখাতে লেখকের নৈপুণ্য দেখার মতো ৷বিশেষ করে দীপ্তেন্দু বিকাশ ষণ্ণিগ্রাহীর 'খচর মচর', পার্থসারথি গোস্বামীর 'উভয় সংকট', অর্ক বন্দ্যোপাধ্যায় 'যস্মিন দেশে', অনিন্দ্যসুন্দর বন্দ্যোপাধ্যায়ের 'প্রবাদের প্যাঁচাল', তারক চট্টোপাধ্যায় 'চাঁদের হাট জমজমাট' গল্প ও কবিতাগুলি সত্যিই ভালো ৷ আবার স্যাটায়ারেরও দেখা পাই সুজিত কুমার মণ্ডলের 'আশায় মরে চাষা', কাঞ্চন চট্টোপাধ্যায়ের 'নাই বা মিললো' ও রাজর্ষি বর্ধনের 'নারদ চরিত' গল্প তিনটিতে ৷ তবে সব লেখাই মানোত্তীর্ণ হতে পারেনি ৷ কিছু জায়গায় ভাষার জাগলারি ঘটাতে গিয়ে হাস্যরসের ঘাটতিই ঘটেছে বলে মনে হল ৷

তবুও এই মলিন সময়ে দাঁড়িয়ে দু' দণ্ড যদি হাসতে পারি, তাও বা কম কিসে ! আর সেখানে বেশ সফল পত্রিকার টিম ৷ আমাদের পদক্ষেপ পরিবারের পক্ষ থেকে রইল এক আকাশ শুভেচ্ছা ৷

No comments:

Post a Comment