Saturday, April 4, 2020

জ্যোতির্ময় মুখোপাধ্যায়


তিনটি কবিতা -

এবং একটি কবিতা


বাঁচতে চাইলে বাঁচো, শিশুর মতো বাঁচো
টলটলে পায়ের নীচে ভয়ার্ত পৃথিবী

অ্যাবসার্ড একটা জীবন এবং একটি কবিতা



নতুন


কী আহ্লাদে আমরা ক্ষয়ে রাখছি নিজেকে
মৃত সুখে ও সুখের অমৃতে

পৃথিবী আজ দ‍্যাখো কেমন সেজেছে নতুন



এক আশ্চর্য জীবন


ক্ষমতার লাঠি খুঁচিয়ে খুঁচিয়ে ঘোলা করে দিয়েছে দেশটাকে
তবু পাঁকাল মাছের মতো পড়ে আছি

এই আশ্চর্য জীবন বাঁচতে, কে শেখাল আমাদের

1 comment: