Monday, September 24, 2018

রাজকুমার বিশ্বাস



ছড়া -
বিদঘুটে
রাজকুমার বিশ্বাস

পাননগরের পদীমাসি
পাপকে বেজায় ভয় পান ।
এই কারনে পদী মাসি
অদ্ভুত সব কান্ড ঘটান।

পদীমাসির কাণ্ডগুলি
বিদঘুটে আর বেমানান।
শুনলে পরে হাসি এসে
পেটের মধ্যে খিল ধরান ।

পান্তাভাতে পদীমাসি
নুন না নিয়ে চিনি খান ।
বদহজমের ভয়ে মাসি
শুকনো মরিচ চিবিয়ে খান।

শীতকাতুরে মাসিমণি
শীতের সময় এসি চালান।
গরমকালে মাসি নাকি
লেপমুড়িতে দিব্যি ঘুমান।

খুব সিরিয়াস ডায়েট চার্ট
টিফিন তিনি অল্প খান।
ষোলগণ্ডা ডালপুরিতেই
মাসিমণি সন্তুষ্ট হন।

রূপচর্চা করতে মাসি
ভীষণ ভাবে মজা পান।
তাইতো মাসি দিনরাত্রি
সর্ষে বাটা মুখে লাগান।

গরমভাতে কুলপি মেখে
এক নাদা ভাত খান।
জলের বোতল ফেলে মাসি
মদেতেই হাত আচান।

নেশা মাসির নেইকো মোটেই
দশ দিস্তা পান খান।
চুনে জিভ পুড়বে বলে
ময়দামাখা লাগিয়ে নেন।

খয়ের ছাড়া লাল হয় কি?
পদীমাসি আলতা লাগান।
পদী মাসির এসব কাণ্ড
ঝিংকু মেসো মেনে নেন।

-----------------------------
পানুহাট *কাটোয়ো* পূর্ববর্ধমান

1 comment: