Monday, September 24, 2018

সুরঞ্জীত্ গাইন



কবিতা - 

আরামের গতর
সুরঞ্জীত্ গাইন

সৌখিন দেহ আমার, গতর আরামের;
খাটিয়ে খাটিয়ে তোমরা বানালে ব্যারামের।
কোথায় তোমরা এই গতরে তেল করবে মালিস;
দুপাশে আমার রেখে দেবে আট দশটা বালিশ।
তা না 'রে আমার ঘাড়ে চাপিয়ে দিলে বস্তা;
এমন দামি গতরটাকে তোমরা বানালে সস্তা!
কুম্ভ কর্ণের মত কেন আমাকে ঘুমতে দাওনা;
হাতির মত মোটা হই তোমরা কি তা চাওনা?
আসলে তোমরা আমায় ভালোবাসনা মোটে;
তাইতোএমন নরম গতরে লাথি কিল চড় জোটে!
এই দেহ তৈরি করতে বিধাতা হয়েছে নিঃস্ব;
এমন গতর আর একটিও পাবে না সারা বিশ্ব

------------------------------------------------------------------------------------------------
খুলনা, বাংলাদেশ

2 comments: