Monday, September 24, 2018

পিনাকী বসু



কবিতা -
মাথায় হাত
পিনাকী বসু

তুমি একাই বসে ছিলে সবুজ মাঠের কোণে ,
তাকিয়েছিলে অন্যমনে খোলা আকাশ পানে ।
ভাবছিলে কি  অনেক কিছু তুমি আপন মনে ?
হঠাৎ যেন  কিসের ফোঁটা পড়লো তোমার কানে । 
আনমনেতেই  হাতটা তোমার চলে গেলো সেথায় ,
ইস -এযে পাখির কুকাজ -ভর্তি তোমার মাথায় ।
ভাগ্যি হাতি ওরে নাকো ,এটাই বিষম রক্ষে ,
নইলে সেটা আরও বাজে  হত তোমার পক্ষে ।।
------------------------------ ------------------------------------
কলকাতা

2 comments: