Monday, September 24, 2018

মৌলি বণিক



কবিতা -
মুখপুস্তিকা_চরিতামৃত
মৌলি বণিক
ভীষণ ভারী গুরুগম্ভীর লেখা, যেইনা ফেসবুকে পোস্টেছি-
তুমি সুপ্রভাত জানাতে এলে আমি শুধু দাঁতে দাঁত ঘষ্টেছি।
অমার্জিত অভব্য ভাষায় হুঙ্কার জানি আইনতঃ নিষিদ্ধ-
উপদেশ বর্ষালেও গণদেবতা ক্রোধাগ্নিতে করবেন সুসিদ্ধ।
ট্যাগ করোনা- বললে দেখি কেউ করেন না কর্ণপাত;
পরের লেখা আপন জ্ঞানে আত্মস্যাৎ হচ্ছে দেখি দিবারাত।
বটতলার লেখা লিখে স্বঘোষিত কবি আত্মদম্ভে ভুগে মরে
স্তাবকদল অমনি তাতেই শতেক লাইক কমেন্ট যোগ করে।
কোনও কোনও ঢোরাসাপ ইনবক্সে ঢুকে ফোঁসফোঁসায়
ব্লক করতে দেরী নেই, যদি লাইক কমেন্ট না পৌঁছায়।
কেউ বা বাকবিতন্ডা করে অকারণ ব্যক্তিগত আক্রোশে
অসঙ্গত আব্দার না মিটলে শুনি দাম্ভিকতা কোষে কোষে।
খোশগল্পের দৌড় হল- ব্যস্ত বুঝি? আজ লাঞ্চ ডিনারের মেনু কি?
চান করেছ? ভাত খেয়েছ? ঘুমচ্ছো? বেডরুমেতেও উঁকিঝুকি।
নিত্যনুতন ফ্রেন্ড রিকোয়েস্ট- কোনটা ফেক, কোনটা রিয়েল-
নির্বাচন সঠিক বুঝে করতে হয়- নইলে বিপদ, নইলে ঘায়েল।
কখনো কদাপি যদি বাক্-বিতন্ডা, কেচ্ছা-কেলেঙ্কারীর গন্ধ পায়
মাছির দল কোথা থেকে ভনভনিয়ে এসে ওয়াল জুড়ে বসে যায়।
কাদা ছোঁড়াছুড়ি খিস্তি-খেউড়ের মত এমন সুখাদ্য পাবে কৈ?
তবে সদা ব্যস্তবাগীশ তাঁরা- সৃজনধর্মী লেখাপড়ার সময় নেই।
ঠগ্ বাছতে গাঁ উজাড়- ভার্চুয়াল জগতের এই বুঝেছি সার;
তবু আছেন অমূল্য রত্ন কিছু- খুঁজে দেখি ছাইয়ের পাহাড়।
সেই রত্নদ্যুতি যতবারই ঋদ্ধ করে, ততবারই পরম পাওয়া।
তারই জন্য আসি ফিরে- তারই জন্য বারম্বার এ আসা যাওয়া।

--------------------------------------------------------
ব্যাঙ্গালোর, কর্ণাটক

1 comment: