Monday, September 24, 2018

রাজকুমার ঘোষ



কবিতা - 
নরহরি কথা 
রাজকুমার ঘোষ

বাউন পাড়ার নরহরি, পৈত্রিকসূত্রে কোটিপতি,     
বাতেলার বুলি দিয়ে সংগঠনের সভাপতি...   
নিজেকে ভাবে সর্ব্বজ্ঞানী, আঁতলামিতে শ্রেষ্ঠ       
সুযোগ পেলেই হয়ে যায় কলিযুগের কেষ্ট    
সখ তার বলিহারি, মামনিরা বলবে সুরে,
নরহরি!কাছে এস, থাকো কেন এত দূরে    
নরহরি ভাবে বটে বাজারদর তার তুঙ্গে!      
মিষ্টি হেসে দাঁত দেখালেই, কন্যে আসবে সঙ্গে     
স্টাইল নাকি ফাটাফাটি, সাথে যখন বাইক,     
ফেসবুকে পোস্টটি দিলে, মেয়েরা দেবে লাইক      
মেয়ে ফাঁসানোর ছলাকলা অনেক আছে জানা,   
প্রেমের পদ্য শুনিয়ে দিলে মেলবে নাকি ডানা...         
গানের কথায় ভাবে তার কন্ঠে আছে জাদু,     
মেয়েগুলো ফাঁসবে তাতে, চাইবে আরও মধু   
ফেসবুকেতে আছে তার অনেক প্রোফাইল,       
বিশ্বব্যাপী মামনিদের দেখায় শুধু স্টাইল     
ইনবক্সে হরেক রকম রস-কথার নেশা,  
মামনিরা সাড়া দিলেই মিটবে সব আশা           
তার দোষ দেখলে কেউ দেয় হুঁশিয়ারী,      
“মিথ্যার জালে জড়িয়ে দেব”আমি যে নরহরি 

2 comments: