লিমেরিক ১
তরুনার্ক লাহা
নিধিরামের পাগল মেসোর ভাগল পুরে বাড়ি
ছাগল দিয়ে লাঙ্গল টানায় মুরগি দিয়ে  গাড়ি
        
উট পুষেছে একশকানা
        
কতক খোঁড়া কতক কানা
তাতেই যে তার আনন্দ  খুব ছিঁড়তে থাকে দাড়ি।
                ******* 
লিমেরিক ২
তরুনার্ক লাহা
পাগল কানাই সানাই বাজায় নিজের বিয়ের সময়
কপাল জুড়ে লম্বা তিলক মাথার চুলে গোময়
          
কানাই আগে পালকি পিছে
          
বউ উঠেছে তেঁতুল গাছে
বউ এর নাকি গোবর গন্ধ ছাড়তে থাকে গা ময়।
----------------------------------------------------------------
বেলিাতোড়, বাঁকুড়া

ভালো লাগলো ৷ একশখান হবে বোধহয়
ReplyDelete