ছড়া - 
হতভাগ্য হাবিলদার 
সপ্তাশ্ব ভৌমিক 
হাবিলদার সদানন্দ 
গটগটিয়ে যায়
বাঁচাও বাঁচাও সূক্ষ্ম আওয়াজ 
শুনতে হঠাৎ পায়।
অনেক খুঁজে দেখতে পেলো 
কোনো এক উজবুক
ম্যান-হোলেতে পড়ে গিয়ে 
কাদায় মাখা মুখ।
কোমর থেকে বেল্ট 
খুলে সে  
নামিয়ে দিয়ে বলে
মাতাল হয়ে রাস্তা দিয়ে 
চললে কি ভাই চলে।
আয় উঠে আয় এ বেল্ট ধরে 
দেখাচ্ছি তোর মজা
ডাণ্ডা মেরে মত্ত মাতাল 
করব তোকে সোজা।
কিন্তু যিনি উঠে এলেন 
তাকে দেখেই কাবু
আর কেউ নন ইনি স্বয়ং 
থানার বড়বাবু।
-----------------------------------------
জলপাইগুড়ি
-----------------------------------------
জলপাইগুড়ি

মজাদার ৷ তবে একটা প্রচ্ছন্ন সামাজিক বার্তা আছে ৷
ReplyDelete