Saturday, December 1, 2018

শাহানাজ শাহীন



রহস্যের জ্যান্ত খনি -


"জাতীয় জাদুঘর দক্ষিন কোরিয়া"
শাহানাজ শাহীন, দক্ষিন কোরিয়া

রবিবার মানেই ফুরফুরে মন হ্নদয় জুড়ে বইতে থাকে পিগলা হাওয়া মন থাকে নিয়ন্রণের বাইরে সময় নিত্যদিনের বসবাসের জায়গাটিকে মনে হয়, চারদেয়ালে আবদ্ধ কোন কয়েদখানা মনে হয় কত যু ধরে দেয়ালের ভেতরে বন্দী নির্মল হাওয়ায় প্রকৃৃৃৃতির কাছে  যেতে মন ব্যাকুল হয়ে থাকে মনে হয় বাইরে বের হতে না পারলে দম বন্ধ হয়ে আসবে ভিতরে হাঁসপাস শুরু হয়ে যায় কাজেই রবিবার বাড়িতে থেকে মৃত্যু ঝুঁকি না নেওয়াই অতি ভালো আমি কমপিউটার নিয়ে বসলাম গুগুল ম্যাপে "প্লেস নিয়ার বাই " সার্চ দিলাম ৷ গুগুলের এই এক বিষেশ সুবিধা চাইলেই সাহায্য পাওয়া য়ায় কথাশুনা জ্বীনের মত গুগুল জ্বীনকে ধন্যবাদ কাছাকাছি চারপাঁচটি নাম চলে আসলো ভালো করে পোষ্টমর্টেম করলাম মানে খুঁটিয়ে দেখলাম বিস্তারিত পেয়ে গেলাম পছন্দমত একটি জায়গা  
"জাতীয় জাদুঘর কোরিয়া " রেনেরও পছন্দ হলো রেন আমার নিত্যদিনের পথ চলার সংঙ্গী পছন্দ হবার বিশেষ কারণ ফ্রীতে দেখা ঘুরা এখানে এরকম সুবিধা প্রায়ই পাওয়া যায় আমি দ্রুত গোছল সেরে তৈরি হয়ে নিলাম  
আমাদের বাসা থেকে মেট্রো, বাস বা টেক্সি যে কোনভাবে যাওয়ার ব্যাবস্থা আছে আমার বেস্ট পছন্দ হলো মেট্রো লাইন , নামতে হবে ISU ষ্টেশন গেট/এক্সিট -8 সোজা জাদুঘর আমরা মেট্রো থেকে বাইরে বের হয়ে আসলাম আকাশ মেঘলা গুরি গুরি বৃৃৃষ্টি পড়ছিলো ছাতা আছে সাথে ইচ্ছে করে খুললাম না দেহ মনকে প্রকৃৃৃতিতে মেশার সুযোগ দেই৷ সামনে বিশাল জায়গা নানা জাতের গাছ ৷ফুলে ফলে ভরপুর আমি কিছু ছবি তুললাম  ৷গাছগুলো কাঠের বেঞ্চে দিয়ে মুড়ানো যে কেউ এখানে বসে কাটিয়ে দিতে পারে ঘন্টার পর ঘন্টা বিশেষ করে তরুন তরুনীদের জন্য একান্তে সময় কাটানোর জন্য চমৎকার জায়গা সকল বয়স পেশার মানুষের কাছেই জনপ্রিয় ৷ যারা আমার মত ভ্রমণ পিপাসু তারা ঘুরে আসতে পারেন ফ্রীতে পরিবার নিয়ে সারাদিন কাটিয়ে দিতে পারেন এখানে রয়েছে সাস্থ্যসম্মত বিশ্রামাগার , কফিশপ , স্নেক্স আর বিশাল খোলা চত্তর আপনি স্বল্প খরচে সেরে নিতে পারেন দুপুরের খাবার সকাল সকাল চলে গেলে পুরু জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন তিনটি ভাগে বিভক্ত এই জাদুঘরে স্থান পেয়েছে এশিয়ার বৃৃৃৃহৎ দেশ গুলোর দশহাজার বছরের ইতিহাসের
জাদুঘরের সামনে বিশাল চত্তরে পরিবার , বন্ধু নিয়ে কাটিয়ে দিতে পারেন পারেন পুরু দিনটি শিশুদের জন্য রয়েছে বিশেষ বিনোদনের ব্যাবস্থা শিশু বিশেষ প্রর্দশনীগার আমরা অবশ্য সময় স্বল্পতার কারনে পুরু জাদুঘরটি ঘুরে দেখতে পারিনি  




 পরের বার দেখবো দর্শনার্থীদের সুবিধায় নীচে জাদুঘর খোলার সময় সূচি দেয়া হলোঃ-

সময় সূচী 
সোমবার , মঙ্গলবার                
বৃৃৃষ্পতিবার শুক্রবার 
সকাল ১০.০০ সন্ধা ৬টা পর্যন্ত 
বুধবার শনিবার 
সকাল ১০ টা থেকে দুপুর .০০টা পর্যন্ত 
রবিবার এবং পাবলিক ছুটির দিন 
১০.০০ টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে  
সম্সূর্ণ বিনামুল্যে প্রবেশ দেশী বিদেশী সকলের জন্য  

2 comments:

  1. এগিয়ে যাক আমাদের লেখা পত্রীকা ৷ জায়গা করে নিক সকলের মাঝে ৷

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয়ই। আপনারাও পাশে থাকুন।

      Delete