Saturday, December 1, 2018

সম্পাদকীয় কলমে – নির্মলেন্দু কুণ্ডু


সম্পাদকীয়

রহস্যশব্দটার মধ্যেই একটা আলো-আঁধারি আছে ৷ কথায় আছে,"কাল কিসনে দেখা" ! এই না-দেখার কারণেই অনেক কিছুই আমাদের চোখে রহস্যাবৃত ৷ সৃষ্টির সেই আদিম যুগ থেকেই মানুষ নানা রহস্যের পর্দা উন্মোচন করে চলেছে ৷ ভৌগোলিক আবিষ্কার থেকে বৈজ্ঞানিক আবিষ্কার, মায় সাহিত্যের বিভিন্ন ধারার আবিষ্কারও এর মধ্যে পড়ে৷ ধরুন না, মধুকবি অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কারের আগে কেউ তো তা জানতেন না ! অর্থাৎ উনিও এক অজানা ছন্দ নিয়ে গবেষণা করলেন, রহস্য উন্মোচন করলেন ৷ ছোটবেলা থেকেই রহস্য গল্প আমাদের সকলের খুব প্রিয় ৷ তার পাশাপাশিই প্রিয় সেই রহস্য উদ্ধারকারী চরিত্রগুলো , যেমন- ব্যোমকেশ, কিরীটি, ফেলুদা, গোগোল, পান্ডব গোয়েন্দা, মিতিনমাসি এমন কত কি ! এখনও কিন্তু সেই ধারা বিদ্যমান ৷ আর আমাদের জীবন তো সবচেয়ে বড় রহস্যের খনি ৷ তাই তো 'আমাদের লেখা' পত্রিকার বর্তমান রহস্যনির্ভর সংখ্যায় উঠে এসেছে রহস্যের নানা রূপের নানা সাহিত্যরূপ ৷ এর মধ্যে যেমন পাবেন চিরাচরিত রহস্যের ঠাস বুনোট, তেমনি কিছুক্ষেত্রে জীবনের রহস্যের হাতছানি ৷ তার সাথেই রয়েছে দুটি ভিন্নধর্মী লেখা ৷ সবমিলিয়ে জমজমাট এবারের 'আমাদের লেখা' ব্লগ ৷

তবে আর কি, শীতের কুয়াশায় মোড়া রহস্যঘেরা পরিবেশে পড়া শুরু হোক 'আমাদের লেখা' ব্লগ ডিসেম্বর ২০১৮....
                                                                - নির্মলেন্দু কুণ্ডু

1 comment: