Tuesday, August 14, 2018

দীপঙ্কর বেরা

কবিতা -

জীবনের স্বাধীনতা

অনেক রক্তের বিনিময় স্বাধীনতা 
তবু কেন প্রশ্ন বাঁচার সার্থকতা

পায় না খাবার, থাকার বাসাটুকু 
চলার পথে হিংস্র রক্তেরা বুভুক্ষু

হেরাফেরি করে ক্ষমতা কুক্ষিগত 
সাধারণের প্রাণ ক্রমশ ওষ্ঠাগত

স্বাধীন দেশে শুধু নেতাদের কথা 
রাজা মন্ত্রী থাকা 'গণতান্ত্রিক' প্রথা

ঝরে পড়া ঘামে হৃদয় কাঙালপনা 
এপার ওপারে শুধুই বাঁচার যন্ত্রনা 

দেশে দেশে সভা বদলের শরনার্থী 
স্বাধীনতা কার? কাদের সুখের আর্তি?

----------------------------------------------
DIPANKAR BERA,  193 ANDUL ROAD, BT - 6, HOWRAH – 711109

No comments:

Post a Comment