Tuesday, August 14, 2018

পায়েল খাঁড়া

অণুগল্প-

বিউগল

সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বাড়ির দিকে পা চালাচ্ছিল সুজন, সাথে শিমুল আর অরিন।ওদের একটা বাংলা গানের ব্যান্ড আছে ‘বিউগল’রবি থেকে রূপম, জীবনমুখী, ফোক, বাউল—সবকিছুর উপরই এক্সপেরিমেন্টাল সঙগ কমপোজ করে ওরা।গতকাল ১৫ই আগস্ট উপলক্ষ্যে ওদের গোলপার্কের ওপেন স্টেজ শো’টা সুপার-ডুপারহিট হয়েছেপাবলিকের রেসপন্স ছিল চোখে পড়ার মত আর তাই আজ পিটার ক্যাটের চেলো কাবাব উইদ স্যাম্পেনে তার’ই সেলিব্রেশন সেরে আনন্দে মশগুল হয়ে বাড়ি ফিরছে ব্যান্ডের থ্রী মাসকেটিয়ার্স।ওদের মতে দিস ইজ দ্য পারফেক্ট ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডে ফ্রম দেম।ওদের উচ্চগ্রামের খিল্লিবাজি আর হাসির শোরে গমগম করে উঠছে রাতের আলো-আঁধারিটা

সুজনের অ্যাপার্টমেন্টের কাছাকাছি এসেই থমকে দাঁড়ালো তিনজন।ফুটপাতের উপর প্লাস্টিক আর কার্ডবোর্ডে ঘেরা কতকগুলো ঝুপড়ি।আগলানোর মত আব্রু থাকলেও আড়ালের সংস্থান নেইরাস্তার নিয়ন ল্যাম্প ওদের আলোর খরচ বাঁচিয়ে দেয়।সেখান থেকেই ভেসে আসছিল শব্দটা।রাস্তাঘাটে ছোটো লোকেদের এ হেন বাওয়াল তো হয়েই  থাকে আর ভদ্রলোকেরা সচরাচর সেদিকে কর্ণপাতও করেনা কিন্তু একটা বিশেষ কথা কানে এসেই ওদের কৌতুহল বাড়িয়ে দিল।
“অ্যাঁ...ছেলে লায়েক হয়ে গেচে, সারাটাদিন রোদে পুড়ে এ গলি ও গলি হাতড়ে আমরা ক্যাঁচরা কুড়িয়ে আনছি যাতে সেগুলো বেচে পেটে দুটো ভাত যোগাতে পারি আর তুই শালা শহরময় ঘুরে পতাকার টুকরো কুড়িয়ে বেড়িয়েচিস।জাতীয় পতাকা,  লোকে পায়ে মাড়ালে দেশের বেইজ্জতি হবে! কাজে ফাঁকি মেরে দেশভক্তি মাড়াচ্চিস হারামজাদা—বলি, পেটে আগুন জ্বললে ওই দেশের ইজ্জত ধুয়ে কোন জলটা খাবি শুনি...”
অকথ্য গালিগালাজের সাথে মহিলার দুদ্দাড় পাদুকাঘাতগুলোও নিরবে হজম করছে ছেলেটা।তার রোগাভাগা শরীরে প্রতিরোধের প্রচেষ্টাটুকু নেই, শুধু বুকে আঁকড়ে দাঁড়িয়ে আছে তেরঙ্গা বোঝাই একটা ছেঁড়া নোংরা পুঁটুলি। ছেলেটার দিকে তাকিয়ে সহসা যেন মুখে অমাবস্যা নেমে এল সুজন, শিমুল, অরিনের। ওই গরীব অশিক্ষিত অভূক্ত একরত্তি ফুটপাতি ছেলেটার দুরন্ত মানসিকতার কাছে ওদের হাইকোয়ালিফাএড এলিট দেশাত্মবোধটা আজ নিতান্তই ঠুনকো-তুচ্ছ হয়ে দাড়িয়েছে; মনে মনে ছেলেটাকে স্যেলুট জানালো ওরা
রণভেরী শুধু সীমান্তের কাঁটাতারেই বাজে না—রোজনামচার পাতায় প্রায় প্রতিনিয়তই  বেজে ওঠে কখনও শেষ না হওয়া এমন হাজারো অজ্ঞাত যুদ্ধের বিউগ্‌ল।

-----------------------------------------------------------------
PAYEL KHANRAH, C/O- BALARAM KHANRAH, AKRA DUTTA BAGAN, KOL-18
P.O- BARTALA, P.S- RABINDRANAGAR

No comments:

Post a Comment