Tuesday, August 14, 2018

শুভাশিস দাশ

কবিতা -


হায় স্বাধীনতা !   


বলতে পারিস হারু
স্বাধীন দেশে আজও কেন
অন্ন নেইতো কারও !
নেই বস্ত্র নেই তো ওষুধ
বেকার  পথে ঘোরে
ফুটপাতে কেউ ঘুমোয় দেখি
উপোস করে মরে !
গণতন্ত্র মরছে দেখি
মূল্যবোধের পতন
স্বাধীনতা আসে নি ঠিক
সত্যি মনের মতন !
দুর্নীতি তে ভরে গেছে
স্বাধীন তবু দেশ
দুঃখ বুকে চেপেই বলি
আমরা আছি বেশ !

--------------------------------
শুভাশিস দাশ, দিনহাটা, কোচবিহার

No comments:

Post a Comment