Tuesday, August 14, 2018

বিক্রমজীত রাউত


কবিতা -

স্বাধীনতার মুখ
বিক্রমজীত রাউত

গাছের অঙ্কুরিত পাতা 
বলে আমি নব স্বাধীনতা, 
দেখেছি পৃথিবীর সুন্দর মুখ
নব যৌবন নব আঘাতের দূত। 
        সূর্যের স্পর্শ মাখা ভোরে
        বড়ো হবে স্বপ্নকে এক করে, 
        হাসবো আমি গাইবো আমি
        বলবো কথা সত্যের পথ  ধরে ।
ঝরনার জলে শব্দের তালে তালে 
শত্রু চেনায় শ্রেনী বন্ধু ধরে হাত ,
সত্যের পথে চলতে বলতে
শিখিয়েছে নেতাজী রবীন্দ্রনাথ। 
       পলাশির প্রান্তর খবর কি জানতো
       আসবে ইংরেজ এই ভারতের বুকে, 
       দিতে হবে প্রান, পাবে স্বাধীনতার মান 
       ঘাসের উপর রক্ত বারুদ মেখে, 
যুব সমাজ ধ্বংসের ধরে হাত 
সময়ের স্রোতে ইতিহাস যায় দেখা, 
একবার বলো বন্দে মা তরম
হোক নব স্বাধীনতার কথা লেখা। 
----------------------------------------------------
বিক্রমজীত রাউত,
প্রযত্নে - বিনদ রাউত, শহর। মধ্য দুগানগর, পোষ্টঅফিস - মধ্য দুগানগর থানা। নিমতা, উওর ২৪ পরগনা 
কলিকাতা ৭০০০৬৫

No comments:

Post a Comment