Tuesday, August 14, 2018

সুরজিৎ বন্দ্যোপাধ্যায়


কবিতা -


জিজ্ঞাসা  

একটা ছেলে পিঠে থলে,
          বাঁচাতে জীবন, রসদ খোঁজে
সেই ছেলেটা বল মাগো,
           স্বাধীনতার মানে কি বোঝে?

একটা মেয়ে ঘেমে-নেয়ে,
বাবুর বাড়ি বাসন ঘষে
বল মাগো, তার চোখেও কি,
            স্বাধীন হবার স্বপ্ন ভাসে?

একটা ছেলে পড়া ফেলে,
         খিদের জ্বালায় রিক্সা টানে
সেই ছেলেটা আদৌ জানে,
       স্বাধীনতা দিবস মানে?

কত শৈশব ঝরে অকালে,
তবু নীরব স্বদেশ ভূমি
কি লাভ হল,তুমিই বলো,
          পেয়ে এমন স্বাধীন-ভূমি?
------------------------------------------
সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, 13কে,সি,এম সরণি পোস্ট ভদ্রকালী জেলা হুগলী সূচক 712232

No comments:

Post a Comment